
টি-টোয়েন্টি
বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলো ছিল ভারতে। আইপিএলে
মুস্তাফিজকে অন্যায়ভাবে বাদ দেওয়ার পর বাংলাদেশ দল নিরাপত্তার কারণে ভেন্যু
পরিবর্তনের দাবি তুলেছিল। আইসিসি শ্রীলঙ্কার পরিবর্তে ভারতেই খেলার
সিদ্ধান্তে অনড় থাকে। এতে বাংলাদেশ সরকার ক্রিকেটারদের নিরাপত্তা চিন্তা
করে ভারত সফরের অনুমতি দেয়নি।
বাংলাদেশের সঙ্গে ভারতের
রাজনৈতিক-কূটনৈতিক সম্পর্কের উত্তপ্ততা চলছে। যার প্রভাব পড়েছে
ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট দল ভারতে না যাওয়ায় এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে
বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। কয়েক দিন অপেক্ষার পর আজ (বুধবার)
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারত
যাওয়ার অনুমতি দিয়েছে। আজ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা
এই সংক্রান্ত একটি আদেশ জারি করেন। এই চিঠি ভারতে বাংলাদেশ হাইকমিশন, ঢাকায়
ভারতীয় দূতাবাসসহ সংশ্লিষ্ট সকল জায়গায় প্রেরণ করা হয়েছে।
যুব ও ক্রীড়া
মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম একজন শুটার ও শুটিং কোচকে অনুমতি দেওয়ার
কারণ প্রসঙ্গে বলেন, ‘শুটিং ফেডারেশনকে আমরা টুর্নামেন্টের আয়োজকদের কাছ
থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে বলেছি। তারা নিরাপত্তা
ব্যবস্থা সম্পর্কে আশ্বস্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই আমরা অনুমতি প্রদান
করেছি।’
বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যায়নি নিরাপত্তার কারণে। এজন্য
বিশ্বকাপের মতো আসর খেলছে না তারা। সেই ভারতে দেশের অন্য ডিসিপ্লিনের
ক্রীড়াবিদ কি নিরাপদ? ক্রীড়াঙ্গনে এই প্রশ্ন উঠেছে জোরেশোরে। এর ব্যাখ্যায়
মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘ক্রিকেট ও শুটিংয়ের বিষয়টি ভিন্ন। ক্রিকেটে
মুস্তাফিজ ও পরবর্তীতে বিশ্বকাপ নিয়ে নিরাপত্তার শঙ্কার পর্যবেক্ষণ আইসিসি
দিয়েছে ও তাদের পক্ষ থেকে বাংলাদেশ দলের বিশেষ নিরাপত্তার কোনো নিশ্চয়তাও
ছিল না। শুটিং রেঞ্জ একটি সংরক্ষিত জায়গা। শুটিংয়ে জনসম্পৃক্ততাও কম।
শুটিংয়ে নিরাপত্তা নিয়ে ইস্যু হয়নি এবং আয়োজকরা বাংলাদেশের শুটারদের
নিরাপত্তা নিশ্চিতও করেছে।’
এশিয়ান শুটিং গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।
শুটিং ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদে সরকারি আদেশের জন্য আবেদন করেছিল কয়েক
দিন আগে। জাতীয় ক্রীড়া পরিষদ মন্ত্রণালয়ে ফাইল পাঠালেও ক্রীড়া উপদেষ্টার
সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। আজ সেই সিদ্ধান্ত এসেছে। অনুমতির আগে উপদেষ্টা,
সচিব ও ফেডারেশনের কর্মকর্তারা একটি সভাও করেছেন।
২-১৪ ফেব্রুয়ারি
ভারতের নয়াদিল্লিতে এশিয়ান রাইফেল/পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
হবে। বিগত আসরগুলোতে বাংলাদেশের একাধিক শুটার অংশগ্রহণ করেছেন। এবার
শুধুমাত্র রবিউলকে পাঠাচ্ছে ফেডারেশন। তার সঙ্গে একজন কোচ যাচ্ছেন।
ভারতে
গত নভেম্বরে বাংলাদেশ যুব হকি দল চেন্নাই ও মাদুরাইয়ে বিশ্বকাপ খেলেছে।
মুস্তাফিজের আইপিএল ঘটনাকে কেন্দ্র করে ডিসেম্বরের পর থেকে ক্রিকেটের সংকট
ঘনীভূত হয়। বাংলাদেশ ক্রিকেট দলের ওপর নিরাপত্তার শঙ্কার কথাও আইসিসি’র
একটি টিম তাদের পর্যবেক্ষণে জানিয়েছিল। সব কিছু মিলিয়ে বাংলাদেশ সরকার ও
ক্রিকেট বোর্ড ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।
