আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-০৬ (সদর) আসনের নির্বাচনী
মাঠে সরগরম প্রচারণায় নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের
উপদেষ্টা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি)
সন্ধ্যায় নগরীর কালিয়াজুরী এলাকায় ১ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক
বিশাল জনসভায় তিনি তার আগামীর উন্নয়নের রোডম্যাপ তুলে ধরেন।
কালিয়াজুরীর
অবহেলিত জনপদকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনার অঙ্গীকার করে মনিরুল হক
চৌধুরী বলেন, “আমি লজ্জা পেয়েছি যে আপনাদের এই এলাকায় একটি মাধ্যমিক
বিদ্যালয় পর্যন্ত নেই। আমি কথা দিচ্ছি, নির্বাচনে বিজয়ী হলে আগামী তিন
মাসের মধ্যে এখানে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করব। আপনারা একটি
প্রস্তাবিত কমিটি করে আমাকে লিখিত দরখাস্ত দিন, আমি নির্বাচনের আগেই শিক্ষা
বিভাগের সাথে যোগাযোগের ব্যবস্থা করব।”
এলাকার অবকাঠামোগত উন্নয়নের কথা
উল্লেখ করে তিনি বলেন, “কালিয়াজুরী, ছোটরা ও ভাটপাড়া এলাকাগুলো নদীর
সীমান্তবর্তী হওয়ায় জন্মলগ্ন থেকেই উন্নয়ন থেকে বঞ্চিত। এই এলাকাগুলোকে
সমৃদ্ধ করতে হলে কুমিল্লা সিটি কর্পোরেশনকে উত্তর দিকে প্রসারিত করতে হবে।
আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের যোগাযোগের সুবিধার্থে গোমতী নদীর ওপর ৮টি
ব্রিজ নির্মাণ করব।”
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করতে
গিয়ে বিএনপি নেতা বলেন, “দেশ এক চরম সংকটে ছিল। আল্লাহ পাকের অশেষ রহমতে
তারেক রহমান সময়মতো হাল ধরেছেন। আমাদের নেত্রী (বেগম খালেদা জিয়া) তার হাতে
দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আজ পুরো জাতি তারেক রহমানের পাশে ঐক্যবদ্ধ।
বিএনপির ইতিহাসে এত বড় সাংগঠনিক শক্তি আগে কখনো দেখা যায়নি।”
জনগণের
কাছে দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “৫ই আগস্টের আগের এবং
পরের প্রেক্ষাপট ভিন্ন। আমরা কেমন চলছি, মানুষ গত ১০ মাসের হিসেব নিতে শুরু
করেছে। আমাদের ভাষা ও আচরণে সংযত হতে হবে। বেগম জিয়া ও প্রফেসর ড.
মুহাম্মদ ইউনূস মিলে আমাদের একটি সুন্দর নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এই
নির্বাচনে বিএনপি যদি কাঙ্ক্ষিত ভোট না পায়, তবে জাতি আবার এমন সংকটে পড়বে
যে দোয়া-দরুদ পড়েও কুল পাওয়া যাবে না।”
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে
তিনি আরও যোগ করেন, “যদি বুঝতাম প্রার্থী হিসেবে মানুষ আমাকে গ্রহণ করছে
না, তবে আমি সরে দাঁড়াতাম। কিন্তু আমি বিশ্বাস করি, কুমিল্লা-০৬ আসনে আমার
চেয়ে যোগ্য প্রার্থী নেই। এমনকি ইয়াছিন সাহেবও দলের সিদ্ধান্ত মেনে
নিয়েছেন।”
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে
অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির
সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির
সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিপি ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান
আমির, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রমুখ। এছাড়াও
অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সভায় উপস্থিত
ছিলেন।
