বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬
১৬ মাঘ ১৪৩২
আদালতে সাক্ষ্য প্রভাবিতের দায়ে ৭ দিনের কারাদণ্ড
বশিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ২৯.০১.২০২৬ ১:৪৮ এএম |



  আদালতে সাক্ষ্য প্রভাবিতের  দায়ে ৭ দিনের কারাদণ্ড কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য গ্রহণ চলাকালে সাক্ষ্য প্রভাবিত ও আদালতের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির দায়ে মোঃ আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হকের আদালত এ কারাদন্ড প্রদান করা করেন। 
আদালত সূত্রে জানা যায়, সাক্ষ্য গ্রহণের সময় আনোয়ার হোসেন এক সাক্ষীর বক্তব্য অন্য সাক্ষীকে জানিয়ে প্রভাবিত করার চেষ্টা করেন। এ ঘটনায় আদালতের নির্দেশে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা হিসেবে  ট্রাইব্যুনালের বিচারক মোঃ ইয়াছির আরাফাত (জেলা ও দায়রা জজ) দণ্ডবিধির ২২৮ ধারায় আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রেরণ করেন। অভিযোগটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হকের আদালতে পাঠানো হলে সামারি ট্রায়ালে তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়নসার গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর তাকে আদালতের সি/ডব্লিউ মূলে কারাগারে পাঠানো হয়েছে। 




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৩৪৩ চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে কুমিল্লার পুলিশ
কুমিল্লায় দুই দিনে চার সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত আমির
উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী
আদালতে সাক্ষ্য প্রভাবিতের দায়ে ৭ দিনের কারাদণ্ড
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৩০ জানুয়ারির জনসভায় ঘোষণা হবে কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ
যে সরকারই আসুক, কুমিল্লা বিভাগ বাস্তবায়নসময়ের ব্যপার
কুমিল্লায় সচেতন নাগরিকদের বিক্ষোভ-আল্টিমেটাম
চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২