কুমিল্লার
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য গ্রহণ চলাকালে সাক্ষ্য
প্রভাবিত ও আদালতের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির দায়ে মোঃ আনোয়ার হোসেন নামে
এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ জানুয়ারি) সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হকের আদালত এ কারাদন্ড প্রদান করা করেন।
আদালত
সূত্রে জানা যায়, সাক্ষ্য গ্রহণের সময় আনোয়ার হোসেন এক সাক্ষীর বক্তব্য
অন্য সাক্ষীকে জানিয়ে প্রভাবিত করার চেষ্টা করেন। এ ঘটনায় আদালতের নির্দেশে
তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা হিসেবে ট্রাইব্যুনালের বিচারক মোঃ
ইয়াছির আরাফাত (জেলা ও দায়রা জজ) দণ্ডবিধির ২২৮ ধারায় আনোয়ারের বিরুদ্ধে
অভিযোগ প্রেরণ করেন। অভিযোগটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হকের
আদালতে পাঠানো হলে সামারি ট্রায়ালে তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা
অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ দিনের কারাদণ্ড ভোগ
করতে হবে। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়নসার
গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর তাকে আদালতের সি/ডব্লিউ মূলে কারাগারে
পাঠানো হয়েছে।
