বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬
১৬ মাঘ ১৪৩২
কুমিল্লায় দুই দিনে চার সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত আমির
টাউন হল মাঠের সমাবেশে লাখো জনতা সমাগমের প্রত্যাশা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:৪০ এএম আপডেট: ২৯.০১.২০২৬ ১:৪৮ এএম |




  কুমিল্লায় দুই দিনে চার সমাবেশে  বক্তব্য রাখবেন জামায়াত আমির  নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ জানুয়ারি দুই দিনের নির্বাচনী সফরে কুমিল্লায় আসছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সফরে দুই দিনে কুমিল্লার চারটি স্থানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় লাকসাম স্টেডিয়ামে এবং সন্ধ্যে সাড়ে ৭টায় কুমিল্লা মহানগরের টাউন হল মাঠে বক্তব্য রাখবেন ১১ দলীয় জোট প্রধান ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। পরদিন ৩১ জানুয়ারি সকাল ১১ টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে এবং একইদিন বিকাল তিনটায় দাউদকান্দি ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাতে ইসলামের আমীরের কুমিল্লা সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন দলীয় এবং জোটের নেতৃবৃন্দ। 
এদিকে কুমিল্লা টাউন হল মাঠের সমাবেশের প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন মহানগর জামায়াত নেতৃবৃন্দ। ব্রিফিংয়ে জানানো হয়, ৩০ জানুয়ারি টাউন হল মাঠের সমাবেশে অন্তত লাখো লোকের সমাগম ঘটবে। আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সেই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তার সেই দিকনির্দেশনামূলক বক্তব্য নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সহায়ক ভূমিকা পালন করবে। 
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর কুমিল্লা -৬আসনের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো মোছলেহ উদ্দিন, সেক্রেটারী মু. মাহবুবর রহমান, বাংরাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সুলাইমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন,মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য আমীর হোসাইন ফরায়েজী, ভিপি মজিবুর রহমান, ছাত্রশিবির মহানগরী সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৩৪৩ চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে কুমিল্লার পুলিশ
কুমিল্লায় দুই দিনে চার সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত আমির
উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী
আদালতে সাক্ষ্য প্রভাবিতের দায়ে ৭ দিনের কারাদণ্ড
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৩০ জানুয়ারির জনসভায় ঘোষণা হবে কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ
যে সরকারই আসুক, কুমিল্লা বিভাগ বাস্তবায়নসময়ের ব্যপার
কুমিল্লায় সচেতন নাগরিকদের বিক্ষোভ-আল্টিমেটাম
চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২