নারী
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা পাঁচ জয়ের ফলে আগেই মূলপর্ব এক
প্রকার নিশ্চিত রেখেছিল বাংলাদেশ। আজ নেরাদল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র
হারায় বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের। যে কারণে সুপার সিক্সের দুই
ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা।
আজ বৃষ্টিবিঘ্নিত
ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৯ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে ১২ ওভারে
২ উইকেট হারিয়ে ৯০ রান করে নেদারল্যান্ডস। এরপরই হানা দেয় বৃষ্টি। খেলা আর
মাঠে না গড়ালে ডিএল মেথডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস।
বাংলাদেশ
নারী ক্রিকেট দলের ব্যাটার সোবহানা মোস্তারি বলেছেন, ২০২৬ আইসিসি নারী
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হলেও দলের লক্ষ্য এখনো
পূরণ হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায়
সোবহানা বলেন, ‘টানা পাঁচটি ম্যাচ জিতে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে
কোয়ালিফাই করেছি। তবে এখনও আমাদের দুটি ম্যাচ বাকি। আমাদের মিশন এখানেই শেষ
নয়। আমরা কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হতে চাই, আর ইংল্যান্ডে বিশ্বকাপে গিয়ে
আগের চেয়ে আরও ভালো পারফর্ম করার লক্ষ্য রয়েছে।’
