কুমিল্লায়
সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা
হয়েছে। আদর্শ সদর আর্মি ক্যাম্পে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭
জানুয়ারি রাত পৌনে ২ টায় সদর এলাকার পাথুরিয়া পাড়া একটি বাসভবনের নিকট অবৈধ
অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রাখার সন্দেহে একটি বিশেষ অভিযান পরিচালনা করা
হয়। অভিযানে সংলগ্ন জঙ্গলের একটি পরিত্যক্ত স্থান থেকে ১টি এলজি, ২ রাউন্ড
শর্টগান এ্যামুনেশন, ২ রাউন্ড মেশিনগান এ্যামুনেশন এবং একাধিক বিস্ফোরক
সামগ্রী উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্রসমূহ কোতয়ালী মডেল থানা পুলিশের
নিকট হস্তান্তর করা হয়েছে।সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয় জনসাধারণ সন্তোষ
প্রকাশ করেছে এবং এলাকায় সন্ত্রাস বিরোধী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান
জানিয়েছে।
