বুধবার ২৮ জানুয়ারি ২০২৬
১৫ মাঘ ১৪৩২
টাউনহল মাঠ পরিদর্শনে মহানগরীর নেতৃবৃন্দ
৩০ জানুয়ারির জনসভায় ঘোষণা হবে কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:২৫ এএম আপডেট: ২৮.০১.২০২৬ ১:৩৪ এএম |


৩০ জানুয়ারির জনসভায় ঘোষণা  হবে কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে আগামী শুক্রবার ঐতিহাসিক নির্বাচনী জনসভা উপলক্ষে প্রস্তুতিমূলক কাজের পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ। আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) কুমিল্লা মহানগরীর উদ্যোগে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
নেতারা জানান, জনসভায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। জনসাধারণের সুবিধার্থে মাঠে থাকবে জরুরি চিকিৎসা সেবা ক্যাম্পসহ তাৎক্ষণিক সমস্যার সমাধান ব্যবস্থা।
এ জনসভায় দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ কুমিল্লার ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন। গত দেড় বছর ধরে কুমিল্লার আনাচে–কানাচে ঘুরে সাধারণ মানুষের কথা শুনে তাদের চাহিদা ও প্রত্যাশা তিনি তুলে ধরবেন বলেও জানা গেছে। কুমিল্লাবাসীর দাবি—একজন সৎ ও দূরদর্শী নেতৃত্ব যিনি কুমিল্লাকে একটি আধুনিক ও প্রথম শ্রেণীর শহরে উন্নীত করতে কাজ করবেন।
নেতারা বলেন, কুমিল্লার ঐতিহ্য ও সম্ভাবনা অনেক। ত্রিপুরার সাবেক রাজধানী কুমিল্লা আজও বিভাগ হতে পারেনি। একসময় চালু বিমানবন্দর থাকলেও তা বন্ধ হয়ে গেছে। যানজটসহ নগর ব্যবস্থাপনায় নাজুক পরিস্থিতিতে কুমিল্লাবাসী সঠিক নেতৃত্বের অপেক্ষায়। কুমিল্লা-ঢাকা সরাসরি রেললাইনসহ রেল, নৌ, স্থলবন্দর, বিমানবন্দর ও পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে কুমিল্লাকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা উপস্থাপন করবেন, 
এছাড়াও গোমতী নদীকে কেন্দ্র করে নান্দনিক পর্যটন শিল্প ও কুমিল্লার ঐতিহাসিক কোটবাড়িকে কেন্দ্র করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি জনসভায় ঘোষণা করা হবে বলেও জানা গেছে। নেতারা আশা করেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কুমিল্লার এ অগ্রযাত্রা বাস্তবায়নের রোডম্যাপ জনসভায় উপস্থাপিত হবে।
দিনটি স্মরণীয় করে রাখতে কুমিল্লা টাউন হল মাঠে লাক্ষাধিক মানুষের উপস্থিতিতে শহর ইতিহাসের নতুন অধ্যায়ের সাক্ষী হবে বলে উল্লেখ করেন সংগঠনের নেতারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ, মহানগরী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান,সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেল, যুববিভাগের সেক্রেটারী মোঃ আবুল কালাম পাটোয়ারী সাংবাদিক সহিদুল্লাহ মিয়াজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়
৩০ জানুয়ারির জনসভায় ঘোষণা হবে কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার
না ভোট দেওয়া মানে গোলামিকে বরণ করে নেওয়া: হাসনাত
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিধি না মেনে দেয়াল নির্মাণ করছে কুমিল্লা কারা কর্তৃপক্ষ
কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীক পেলেন মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া
আমার উদ্দেশ্য জনগণের জন্য কাজ করা: মনিরুল হক চৌধুরী
আজ কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও পথসভা শুরু
দায়িত্বপ্রাপ্তদের কোনো প্রকার পক্ষপাতিত্ব সহ্য করা হবে না
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২