জাকারিয়া হোসাইন ভূঁইয়া:
কুমিল্লা
কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ-পূর্ব পাশে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক
সংকীর্ণ করে এবং ফুলের বাগান নষ্ট করে নতুন সীমানা প্রাচীর নির্মাণ করছে
কারা কর্তৃপক্ষ। এর ফলে সবুজ পরিবেশ বিনষ্ট ও মানুষের চলাচলের পথ সংকীর্ণ
হয়ে যাবে- এমন শঙ্কায় দেয়াল নির্মাণের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন
কুমিল্লার সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। এই নির্মাণ কাজ বন্ধ না হলে
আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেল কর্তৃপক্ষকে অপসারণের দাবিতে গণ-বিক্ষোভ ও কঠোর
আন্দোলনের ডাক দিয়েছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার (২৭
জানুয়ারি) দুপুরে কারা ফটকের প্রাঙ্গণে, কুমিল্লা সিটি কর্পোরেশন ভবনের
সামনে ‘সচেতন নাগরিক সমাজ, কুমিল্লা’র ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ
কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেল কর্তৃপক্ষ কোনো
প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি দখল
করে প্রাচীর নির্মাণ করছে। এর ফলে ওই এলাকার হাজার হাজার মানুষের যাতায়াত
বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষাকারী দীর্ঘদিনের একটি
পুরনো ও নান্দনিক ফুলের বাগান ধ্বংস করায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের
সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে দল-মত নির্বিশেষে সংহতি প্রকাশ করে অংশ নেন
বিএনপি, এনসিপি জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, সাংস্কৃতি
সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। উপস্থিত নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন,
"উন্নয়নের নামে জনগণের মৌলিক অধিকার ও চলাচলের পথ রুদ্ধ করা কোনোভাবেই
মেনে নেওয়া হবে না।"
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার
আলটিমেটাম ঘোষণা করা হয়। বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে
বিতর্কিত নির্মাণ কাজ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। দাবি পূরণ না হলে
কুমিল্লার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কারাগার ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালন
করা হবে। প্রয়োজনে জনস্বার্থ বিরোধী এই সিদ্ধান্তের সাথে জড়িত
কর্মকর্তাদের অপসারণের দাবিতে আন্দোলন আরও বেগবান করা হবে।
মানববন্ধন শেষে প্রতিনিধি দল একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গণপূর্ত ভবনে যায় এবং স্মারকলিপি প্রদান করে।
এসময়
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ
মোল্লা টিপু, বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, নিজাম উদ্দিন কায়সার, সাবেক
কাউন্সিলর মো. বিল্লা, এনসিপির কেন্দ্রীয় নেতা নাভিদ নওরোজ শাহ, এবি পার্টি
কুমিল্লার সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, ব্যবসায়ী নেতা আলহাজ¦ আবদুর রহমান,
সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানতে
চাইলে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
মোহাম্মদ মামুন জানান, সর্বশেষ সভায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার কতৃপক্ষকে
বলা হয়েছে মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী মহাসড়কের দূরত্ব মেনে তাদের স্থাপনা
নির্মাণ করার। যদি তা না হয়, পরবর্তীতে সড়ক প্রশস্ত করা যাবে না। ড্রেন ও
হাঁটার পথ থাকবে না।
এ বিষয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর কুমিল্লার নির্বাহী
প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে হাইকোর্টের নির্দেশ আছে ১০
মিটারের মধ্যে কোন স্থাপনা করা যাবে না। পর্যায়ক্রমে আমরা ঠিকঠাক করবো।
এ বিষয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
