বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬
১৬ মাঘ ১৪৩২
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
আবু সুফিয়ান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ২৯.০১.২০২৬ ১:৪৮ এএম |


 ভাষা সৈনিক অজিত  গুহ মহাবিদ্যালয়ে  আন্তঃবিভাগ বিতর্ক  প্রতিযোগিতা "যুক্তির শক্তিতে গড়ি সচেতন প্রজন্ম" এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাষা সৈনিক মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 
বিতর্কের বিষয়বস্তু ছিল "সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে"।
বুধিার (২৮ জানুয়ারি) প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে উক্ত বিতর্কের ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে একাদশ মানবিক বিভাগ (পক্ষ দল) ও একাদশ বিজ্ঞান বিভাগ (বিপক্ষ দল)। 
যুক্তি তর্কের মাধ্যমে বিতার্কিকরা শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আনন্দের খোরাক যোগায়। উক্ত বিতর্কে বিজয়ী দল হয় একাদশ বিজ্ঞান বিভাগ ও শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় বিজ্ঞান বিভাগের দলনেতা সিফাত মজুমদার। 
এতো বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ , সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ ও প্রভাষক মো. সাইফুল ইসলাম।
সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ। আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ শাহ জাহান ও সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
মডারেটরের দায়িত্বে ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ। 
ব্যতিক্রমী এই আয়োজনে কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মহোদয় বলেন, বিতর্ক হলো যুক্তির লড়াই, মতামতের প্রকাশ। এর মাধ্যমে আমরা কোনো বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ করতে এবং নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখি। বিতর্ক আমাদের যোগাযোগ দক্ষতা এবং দ্রুত চিন্তা করার ক্ষমতাকেও বাড়িয়ে দেয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।


 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৩৪৩ চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে কুমিল্লার পুলিশ
কুমিল্লায় দুই দিনে চার সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত আমির
উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী
আদালতে সাক্ষ্য প্রভাবিতের দায়ে ৭ দিনের কারাদণ্ড
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৩০ জানুয়ারির জনসভায় ঘোষণা হবে কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ
যে সরকারই আসুক, কুমিল্লা বিভাগ বাস্তবায়নসময়ের ব্যপার
কুমিল্লায় সচেতন নাগরিকদের বিক্ষোভ-আল্টিমেটাম
চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২