নিজস্ব
প্রতিবেদক: এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান,
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, যে সরকারই ক্ষমতায় আসুক না
কেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। তবে তিনি স্পষ্ট
করে জানান, ১১ দলীয় জোট নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দায়িত্ব গ্রহণের এক
মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার রাতে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি
বলেন, বিভিন্ন সময় কুমিল্লাকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। সে বঞ্চনার
ইতি বাস্তবায়িত হবে। অন্তর্র্বতী সরকারের সময় যে সকল প্রকল্প গুলো নেওয়া
হয়েছে সেগুলো বাস্তবায়নসহ আরো বেশ কিছু নতুন প্রকল্প নেওয়া হবে।
কুমিল্লা
দীর্ঘদিন ধরে প্রশাসনিক, অর্থনৈতিক ও ভৌগোলিক দিক থেকে একটি পূর্ণাঙ্গ
বিভাগ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। জনগণের যৌক্তিক এই দাবিকে আর উপেক্ষা
করার সুযোগ নেই। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগের জন্য প্রয়োজনীয়
সব প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলেও তিনি আশ্বাস
দেন।
তিনি বলেন, বিএনপি ভুয়া ফ্যামিলি কার্ডের ভাতার কথা বলে দেশের
প্রান্তিক জনগোষ্ঠীকে ভুল ভাবে বিভ্রান্ত করছে। ভাতা দিয়ে তরুণদের
পরনির্ভরশীল নয়, আমরা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের মানুষকে
আত্মনির্ভরশীল করতে চাই।
বিএনপিকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ আরো বলেন,
ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানি কারী আওয়ামী
লীগ পালিয়েছে দিল্লিতে। সেই একই পথে হাঁটলে আপনাদের ক্ষেত্রেও একই দশা হবে।
এমনকি আগামী নির্বাচনে ভূমিধ্বস পরাজয় হবে আপনাদের।
এসময় কুমিল্লা সদর
আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ,
কুমিল্লা-৮ আসনের প্রার্থী মু. শফিকুল আলম হেলাল, এনসিপির নির্বাচন
পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা
শারমিন, মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, এবি পার্টি কুমিল্লার
সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, এনসিপির কেন্দ্রীয় নেতা নাভিদ নওরোজ শাহ,
হাফসা জাহানসহ ১১ দলীয় জোট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
