বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬
১৬ মাঘ ১৪৩২
পাকিস্তানের বিশ্বকাপ ভ্রমণ পরিকল্পনা ফাঁস!
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫৫ এএম আপডেট: ২৯.০১.২০২৬ ১:৪৫ এএম |


 পাকিস্তানের বিশ্বকাপ ভ্রমণ পরিকল্পনা ফাঁস!


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের কথা ভেবেছিল। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে মিটিং করে বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি জানান, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শুক্রবার বা সোমবার। বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত এখনো ঝুলে থাকলেও এক প্রতিবেদনে জানা গেল তাদের ভ্রমণ পরিকল্পনার কথা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-র খবর, টেলিকম এশিয়া স্পোর্ট-কে এক সূত্র জানিয়েছেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও অস্ট্রেলিয়া দলের সঙ্গে লাহোর থেকে কলম্বোর উদ্দেশে এয়ার লঙ্কা ফ্লাইটের বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান দল।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি শুক্রবারেই পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপে দলের অংশগ্রহণের ব্যাপারে স্পষ্ট বার্তা দেবেন।’ 
গত সোমবার নাকভি পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামাবাদে দেখা করেন। দলের অংশগ্রহণ নিয়ে সরকার প্রধানের পরামর্শ চেয়েছেন তিনি। সূত্রগুলো বলেছেন, বাংলাদেশের সঙ্গে পিসিবির সংহতি প্রকাশে সমর্থন করেছেন শেহবাজ। তবে কোনো ধরনের আর্থিক জটিলতা এড়াতে বিশ্বকাপ বয়কট না করার পরামর্শ দিয়েছেন তিনি।
ওই সূত্রের উদ্ধৃতি দিয়ে টেলিকম এশিয়া লিখেছে, ‘নাকভি প্রেসিডেন্ট আসিফ জারদারি ও সামরিক বাহিনীর কাছ থেকেও পরামর্শ নিয়েছিলেন, তারপর পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠী ও রমিজ রাজার সঙ্গেও দেখা করেন। তারা দুজনেই শ্রীলঙ্কায় দল পাঠানোর ব্যাপারে সায় দিয়েছেন। ভারত ম্যাচও বয়কট না করার পরামর্শ দিয়েছেন।’
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে লাহোরে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ৭ ফেব্রুয়ারি তারা প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে। ভারতের বিপক্ষে তারা খেলবে ১৫ ফেব্রুয়ারি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৩৪৩ চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে কুমিল্লার পুলিশ
কুমিল্লায় দুই দিনে চার সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত আমির
উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী
আদালতে সাক্ষ্য প্রভাবিতের দায়ে ৭ দিনের কারাদণ্ড
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৩০ জানুয়ারির জনসভায় ঘোষণা হবে কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ
যে সরকারই আসুক, কুমিল্লা বিভাগ বাস্তবায়নসময়ের ব্যপার
কুমিল্লায় সচেতন নাগরিকদের বিক্ষোভ-আল্টিমেটাম
চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২