শনিবার ২০ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করলো ‘অল-নিউ হোন্ডা NX200’
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম |

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করলো ‘অল-নিউ হোন্ডা NX200’বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (BHL) আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো অল-নিউ হোন্ডা NX200—একটি আধুনিক অ্যাডভেঞ্চার-ইনস্পায়ার্ড মোটরসাইকেল, যা রোমাঞ্চপ্রেমী রাইডার, বহুমুখী ব্যবহারকারী এবং দীর্ঘ দূরপথে যাতায়াতকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
হোন্ডার বিশ্বখ্যাত গ্লোবাল অ্যাডভেঞ্চার লাইনআপের শক্তিশালী ডিজাইন, পরিশীলিত ইঞ্জিন পারফরম্যান্স এবং রাইডার-কেন্দ্রিক প্রযুক্তি থেকে অনুপ্রাণিত NX200 বাংলাদেশের অ্যাডভেঞ্চার ও ট্যুরিং বাইকারদের জন্য নতুন এক মানদণ্ড স্থাপন করবে।
উদ্বোধন অনুষ্ঠানে মি. মিনোরু কাতো, চিফ অফিসার, মোটরসাইকেল ও পাওয়ার প্রোডাক্টস অপারেশনস, হোন্ডা মোটর কর্পোরেশন লিমিটেড, জাপান—হোন্ডার গ্রাহক ও অংশীদারদের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি হোন্ডার বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি মোটরসাইকেল উৎপাদনের মাইলফলক এবং ২০১২ সাল থেকে বাংলাদেশ হোন্ডার ৫ লাখ ৫০ হাজার ইউনিট বিক্রির অর্জন তুলে ধরেন। একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশ হোন্ডা বর্তমানে হোন্ডার একটি গুরুত্বপূর্ণ গ্লোবাল প্রোডাকশন রিসোর্স হিসেবে স্বীকৃত, যার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. সুসুমু মরিসাওয়া বলেন,“হোন্ডার লক্ষ্য হলো সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও আধুনিক মোটরযানের মাধ্যমে মানুষের জন্য নিরাপদ ও সহজ যাতায়াতের আনন্দ নিশ্চিত করা।”তিনি আরও বলেন, গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে BHL উন্নত ফিচার ও রাইডিং সক্ষমতাসম্পন্ন নতুন মডেল বাজারে আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। এ সময় তিনি জানান, গ্লোবাল হোন্ডার সহযোগিতায় অল-নিউ NX200 মেক্সিকোতে রপ্তানির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ হোন্ডার চিফ মার্কেটিং অফিসার মি. শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন,“NX200 অ্যাডভেঞ্চার-ট্যুরিং সেগমেন্টে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে, যা বিভিন্ন ধরনের রাস্তা ও আবহাওয়ায় উন্নত নিয়ন্ত্রণ, আরাম এবং শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করবে।”
অল-নিউ হোন্ডা NX200 চালিত হচ্ছে ১৮৪.৪ সিসি PGM-FI ইঞ্জিনে (১৬.৫ PS @ ৮৫০০ RPM, ১৫.১ Nm @ ৬০০০ RPM)। এতে রয়েছে ডুয়াল-চ্যানেল ABS, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (HSTC), অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, এবং USB Type-C সহ ৪.২ ইঞ্চি পূর্ণ ডিজিটাল TFT ডিসপ্লে। এছাড়াও অল-LED লাইটিং, উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং আরামদায়ক সিটিং প্রিমিয়াম ও আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করে। একই অনুষ্ঠানে BHL, KYT-এর সহযোগিতায় নতুন হোন্ডা হেলমেটও উন্মোচন করে।
অল-নিউ হোন্ডা NX200 আগামী ২০ ডিসেম্বর ২০২৫ থেকে সারা দেশের সকল হোন্ডা অনুমোদিত ডিলার শোরুমে পাওয়া যাবে। মোটরসাইকেলটি পাওয়া যাবে দুটি আকর্ষণীয় রঙে—রেডিয়েন্ট রেড মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক। মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে BDT ৩১৫০০০/-।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করলো ‘অল-নিউ হোন্ডা NX200’
ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবক ও বৃদ্ধার
ষড়যন্ত্র করে কুমিল্লা সদর আসনের মানুষের সাথে আমার বন্ধন ভাঙ্গতে পারবে না: হাজী ইয়াছিন
ব্রাহ্মণপাড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে একাধিকবার ধর্ষণ প্রধান শিক্ষক গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আরো ১৫ প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি
ষড়যন্ত্র করে কুমিল্লা সদর আসনের মানুষের সাথে আমার বন্ধন ভাঙ্গতে পারবে না: হাজী ইয়াছিন
দলীয় মনোনয়নের ‘ফাইনাল সিলেকশান’ হবে সামনে
নজিরবিহীন বিক্ষোভ ‘হাদি হাদি’ স্লোগান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২