বিএনপি
চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবং তার
আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর মঙ্গলবার বাদ আসর গৌরীপুর বিএনপি কার্যালয়ে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
দাউদকান্দি
উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজমালুর রহমান নিপুন,
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম
হাজারী, কাওসার আহমেদ, আলমগীর হোসেন, আহসান হাবীব, আরিফ খন্দকার, উপজেলা
শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি
হাসিনা আক্তার, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক বিউটি
আক্তার, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান খোকন, সাংগঠনিক
সম্পাদক মনির হোসেন,জিংলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার,
মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সহ বিভিন্ন
নেতাকর্মীরা।
কোরআন খতম শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মনিরুজ্জামান।
