বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য
করণীয় নির্ধারণে সভা: ষড়যন্ত্র মোকাবেলার প্রত্যয়
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১২:১৫ এএম |

কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যতানভীর দিপু: কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক ঐক্য হয়েছে। বিভাগ প্রতিষ্ঠার প্রয়োজনে যে কোন আন্দোলন সংগ্রামে সকল রাজনৈতিক দল সর্ব শক্তি দিয়ে যে কোন ষড়যন্ত্র মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল সোমবার বিকালে কুমিল্লা নগরীর একটি রেষ্টুরেন্টে ‘ষড়যন্ত্র মোকাবেলা করে কুমিল্লা নামেই বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় দল মত নির্বিশেষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় কুমিল্লা  নামেই বিভাগ প্রতিষ্ঠার দাবি বাস্তবায়নে কুমিল্লার জনসাধারণের কী কী করা উচিত এসব বিষয়ে উঠে আসে এবং তা নিয়ে পর্যালোচনাম‚লক আলোচনা করেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ। 
কুমিল্লার সর্বাধিক জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়ের আহবানে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় বক্তারা বলেন, যে কোনো ভাবেই হোক কুমিল্লা বিভাগ দাবি আন্দোলন চালিয়ে যেতে হবে। কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন কুমিল্লা মানুষের প্রাণের দাবি। তবে এই বিভাগ আন্দোলনকে কেন্দ্র করে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। শান্তিপ‚র্ণ আন্দোলনে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে তাতে সচেষ্ট থাকতে হবে। এছাড়া বিভাগ দাবীতে আন্দোলনে যেন অন্য কোন জেলার মানুষকে হেও প্রতিপন্ন না করা হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। 
করণীয় বিষয়ের মধ্যে উঠে এসেছে, শান্তিপ‚র্ণ সমাবেশ করার লক্ষে দিন তারিখ ও স্থান ঠিক করা, জেলার গুরুত্বপ‚র্ণ ব্যক্তিদের সাথে মতবিনিময় করা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর একত্রিত সিদ্ধান্তে সরকারের উচ্চ পর্যায়ে সশরীরে যোগাযোগ করা এবং বিভাগ বাস্তবায়ন কোথায় আটকে আছে সেই প্রসঙ্গে জানতে চাওয়া। 
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ জহিরুল হক দুলাল, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, এবি পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, প্রবীন সাংবাদিক আবুল হাসনাত বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, পরিবহন মালিক গ্রæপের সাবেক সভাপতি আবদুল হক, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা মহানগর জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক কামারুজ্জামান সোহেল, এনসিপি কুমিল্লা অঞ্চলের মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, ব্যবসায়ী সমিতির নেতা আলহাজ¦ আবদুর রহমান, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী, ইসরাত জাহান মিতু, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, এবি পার্টি কুমিল্লা মহানগরের আহবায়ক গোলাম সামদানী, গন অধিকার পরিষদ কুমিল্লা জেলা সভাপতি ফয়েজ উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতা ইঞ্জিনিয়ার মোঃ রাশেদুল হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, পরিবহন শ্রমিক নেতা খন্দকার কামরুল হাসান টিপু, কুমিল্লা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার দিপু, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফ উদ্দিন, যুবদল নেতা আসিফ বিল্লাহ, সমাজকর্মী জাবের হোসেন, শিক্ষক স্যাম আল মামুন, ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি আজাদ সরকার লিটন, তরুণ সমাজকর্মী ফজলুর রহমান ফাহিম, সাংবাদিক আবু সুফিয়ানসহ অন্যান্যরা।  
দৈনিক কুমিল্লার কাগজের উপসম্পাদক জহির শান্ত'র সঞ্চালনায় সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, এডভোকেট আলী আক্কাস, কর্ণফুলি হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান ভ‚ইয়া, এনসিপি কুমিল্লা জেলা সমন্বয়ক সিরাজুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ মেরাজ, যুবদল নেতা খলিলুর রহমান বিপ্লব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঠাকুর জিয়াউদ্দিন আহমেদ, মহিলা দল নেতা সাকিনা বেগম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা কাজী যোবায়ের আলম জিলানী, এমদাদুল হক ধীমান, ডি কে ইয়াছিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু রায়হান, জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ওহী তাজওয়ার, কান্দিরপাড় ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মুজাহিদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাংবাদিক বাহার রায়হান, মাহফুজ নান্টু, আবদুল হান্নান, জহিরুল হক বাবু, ফাহিম মুনতাসিম, যুব জামায়াতের সভাপতি কাজী নজির আহমেদ, বিএনপি নেত্রী সাকিনা আক্তার, ইয়াসমিন আক্তার রুপালী, স্বপ্ন কথার রোকসানা সুখী, নারী উদ্যোক্তা এরিন, মহিলা মেম্বার জান্নাতুল ফেরদৌস, ছাত্রদল কর্মী ইয়াসিন হোসেন, প্রবাসী সোহেল রানা, যুবদল কর্মী শিব্বির হোসেন নিরব, একতাই শক্তি সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম সাগর, লেখক তামিম আহমেদ, মানবিক কর্মী শিহাব উদ্দিন, সঙ্গীতশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব, সংগীত শিক্ষক একরামুল হক, আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল, কণ্ঠশিল্পী ওয়াসিমসহ অন্যান্যরা। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
‘কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর কাছে কিছু প্রত্যাশা
মাদকাসক্তি চিকিৎসায় কুমিল্লার নিরাময় কেন্দ্র: আশা, চ্যালেঞ্জ ও বাস্তবতা
সর্বক্ষেত্রে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে
আজ দেবিদ্বার মুক্ত দিবস
‘ফলস স্মাটে’ কৃষকের সর্বনাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি এটাই তো বড় বিষয়: হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার ১৮ থানার লটারির মাধ্যমে নতুন ওসির পদায়ন
কুমিল্লায় ১৬ বছরের কিশোর নিখোঁজ: খোঁজ দিতে পরিবারের আকুতি
মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২