মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২
কুমিল্লার ১১টি আসনে১১৪টি মনোনয়নপত্র দাখিল
জহির শান্ত, কুমিল্লা
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ এএম আপডেট: ৩০.১২.২০২৫ ১:০৭ এএম |

কুমিল্লার ১১টি আসনে১১৪টি মনোনয়নপত্র দাখিলকুমিল্লার ১১টি সংসদীয় আসনে ১১৪টি মনোনয়নপত্র জমা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন প্রার্থীর পক্ষে একাধিক মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। 
এর আগে জেলার ১১টি সংসদীয় আসনে ১৪৪টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিলো। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১১৪টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এদিন উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-১ (দাউদকা›িমনোনয়নপত্র দাখিল ইয়াছিনের 
প্রতীক চেয়েছেন হাঁস 
নিজস্ব প্রতিবেদক : নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন। সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা-৬ (সদর) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত এই হেভিওয়েট নেতার পক্ষে তার অনুসারীরা কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিল শেষে সমর্থকরা ঘোষণা দেন, হাজী ইয়াছিন এবারের নির্বাচনে হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কুমিল্লার ১১টি আসনে১১৪টি মনোনয়নপত্র দাখিল
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার বলেন, জেল-জুলুম, মামলা-হামলা আর নির্যাতনের শিকার নেতাকর্মীদের একমাত্র আশ্রয় ও ভরসার নাম হাজী ইয়াছিন, অথচ তাকেই দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, এই অবহেলার প্রতিবাদেই নেতাকর্মীদের ভালোবাসা আর সমর্থন নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন এবং হাঁস প্রতীকে লড়াই করবেন। মনোনয়ন দাখিলকে ঘিরে হাজী ইয়াছিনের অনুসারীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে, স্লোগান, করতালি আর আবেগী মুহূর্তে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। দীর্ঘদিনের পরীক্ষিত এই নেতাকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝেও দেখা যায় আলাদা এক আবেগ, কারণ আন্দোলন-সংগ্রামের দুঃসময়ে তিনিই ছিলেন নির্যাতিত নেতাকর্মীদের ভরসাস্থল। অনেকেই মনে করছেন, দীর্ঘ সতের বছর ধরে ত্যাগ, সংগ্রাম আর নিরবচ্ছিন্ন পাশে থাকার যে ইতিহাস তিনি তৈরি করেছেন, তারই প্রতিফলন ঘটবে ভোটের মাধ্যমে, আর কোনো ষড়যন্ত্রই তাকে রুখতে পারবে না। কুমিল্লার ১১টি আসনে১১৪টি মনোনয়নপত্র দাখিল
এর আগে একই দিনে কুমিল্লা-৬ আসন থেকে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরী দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন, যার পরপরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাজী আমিনুর রশিদ ইয়াছিনের মনোনয়ন জমা পড়ে। ফলে একই আসনে একই দলের দুই শক্তিশালী প্রার্থীর অবস্থান তৈরি হওয়ায় মাঠের রাজনীতিতে দেখা দিয়েছে তীব্র দ্বন্দ্ব ও চাপা উত্তেজনা। কার পক্ষে দাঁড়াবেন, কার ডাকে সাড়া দেবেন, এই প্রশ্নে বিভ্রান্ত শুধু নেতাকর্মীরাই নন, সাধারণ ভোটাররাও পড়েছেন দ্বিধায়। তবে হাজী ইয়াছিনকে ঘিরে আলাদা আবেগ ও ভালোবাসা স্পষ্টভাবে চোখে পড়ছে। দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতিত, নিপীড়িত তৃণমূল নেতাকর্মীদের আগলে রাখা, গ্রেপ্তার ও হামলার ভয় উপেক্ষা করে সংগঠন বাঁচিয়ে রাখার সংগ্রামী ভূমিকা তাকে করেছে ভরসার প্রতীক। সে কারণেই অনেকের প্রত্যাশা ছিল, দলীয় মনোনয়ন এবার তার হাতেই উঠবে। কিন্তু বাস্তবতা ভিন্ন হওয়ায় সেই বেদনা, ক্ষোভ আর অবহেলার অনুভূতিই আজ তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামিয়েছে। কুমিল্লার ১১টি আসনে১১৪টি মনোনয়নপত্র দাখিল
সমর্থকদের মতে, এটি কেবল একটি মনোনয়ন নয়, এটি তৃণমূলের দীর্ঘদিনের চাপা কষ্ট, প্রত্যাশা আর অধিকার ফিরে পাওয়ার লড়াই। ফলে কুমিল্লা-৬ আসনের নির্বাচন এবার শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়, আবেগ, অভিমান ও রাজনৈতিক হিসাব-নিকাশের এক গভীর পরীক্ষায় রূপ নিয়েছে।
দ-মেঘনা) আসনে ১৪ টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও এর মধ্যে ১২ টি ফরম জমা হয়েছে। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। তবে এ আসন থেকে তার পুত্র বিএনপির কেন্দ্রীয় সদস্য ড. মারুফ হোসেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।কুমিল্লার ১১টি আসনে১১৪টি মনোনয়নপত্র দাখিল
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ১৫ টি মনোনয়ন ফরমের মধ্যে ১১টি জমা হয়েছে।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১৩টিমনোনয়ন ফরমের মধ্যে ৯ টি জমা হয়েছে।

কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনে ১৪ টিমনোনয়ন ফরমের মধ্যে ৮ টি জমা হয়েছে। এই আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন। হাসনাতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম সহিদ। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী।
কুমিল্লার ১১টি আসনে১১৪টি মনোনয়নপত্র দাখিল
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১৬ টিমনোনয়ন ফরমের মধ্যে ১১ টি জমা হয়েছে। 
কুমিল্লা -৬ (সদর-সদর দক্ষিণ-সিটি করপোরেশন সেনানিবাস ) আসনে ১৪ টিমনোনয়ন ফরমের মধ্যে ১১ টি জমা হয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন কাজী দ্বীন মোহাম্মদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিন। কুমিল্লার ১১টি আসনে১১৪টি মনোনয়নপত্র দাখিল
কুমিল্লা- ৭ (চান্দিনা) আসনে ১০টি মনোনয়ন ফরমের মধ্যে ৯ টি জমা দিয়েছেন।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ১০ টি মনোনয়ন ফরমের মধ্যে ১০ টিই জমা দিয়েছেন প্রার্থী। এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১৯টিমনোনয়ন ফরমের মধ্যে ১৫ টি জমা হয়েছে। এই আসনে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি'র মনোনীত পার্থী কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম। এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ডাকসু সদস্য ড. রশীদ আহমেদ হোসাইনী এবং সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলাও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লার ১১টি আসনে১১৪টি মনোনয়নপত্র দাখিল
কুমিল্লা -১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ৯ টি মনোনয়ন ফরমের মধ্যে ৯টিই জমা হয়েছে। এই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত পার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুইঁয়া। 
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১০ টি মনোনয়ন ফরমের মধ্যে ৯ টি জমা দেওয়া হয়েছে। এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির প্রার্থী হচ্ছেন কামরুল হুদা।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান জানান, জেলার ১১টি সংসদীয় আসনে ১৪৪ টি মনোনয়ন ফরম সংগ্রহ হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১১টি আসনে১১৪টি মনোনয়নপত্র দাখিল
কুমিল্লার সবক’টি আসনেই বিএনপি জিতবে: সুমন
মনোনয়নপত্র দাখিল ইয়াছিনের প্রতীক চেয়েছেন হাঁস
বিএনপি থেকে পিতা-পুত্রের মনোনয়ন দাখিল
কুমিল্লায় এনসিপি নেতার পদত্যাগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ক্ষমতার মোহে বীরত্বের জলাঞ্জলি দিলেন কর্ণেল অলি আহমেদ
কুমিল্লায় ১৩৯ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
মনোনয়ন জমা দিবেন হাজী ইয়াছিন
হার কাঁপানো শীতে কাঁপছে কুমিল্লা
এনসিপির হাসনাত আব্দুল্লাহকে চিনেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২