আগামী
জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের সবকটিতেই বিএনপি জয়লাভ
করবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮
(বরুড়া) আসনের ধানের শীষের প্রার্থী জাকারিয়া তাহের সুমন।
সোমবার (২৯
ডিসেম্বর) কুমিল্লা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে
মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাকারিয়া
তাহের সুমন বলেন, সারাদেশে বর্তমানে বিএনপির পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি
হয়েছে। আমাদের সকলের প্রিয় নেতা ও দেশবরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর এই জোয়ার
আরও বেগবান হয়েছে। এতে দলের নেতা-কর্মীসহ সাধারণ জনগণ নতুন করে উদ্বেলিত ও
অনুপ্রাণিত হয়েছেন।
তিনি আরও বলেন, এই জনসমর্থন ও গণজোয়ারের
ধারাবাহিকতায় কুমিল্লায় আমরা ইনশাল্লাহ ১১টি সংসদীয় আসনের মধ্যে ১১টিতেই
বিজয় অর্জন করবো। জনগণের প্রত্যাশা পূরণে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি।
এসময়
তিনি কুমিল্লাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, আগামী নির্বাচনে
ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য সকলের প্রতি উদাত্ত
আহ্বান জানাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমাদের দলটি বড় দল।
এখানে সকলের প্রত্যাশা থাকে মনোনয়ন পাওয়ার জন্য। আমাদের দলে যারা ত্যাগী
নেতাকর্মী যারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে দল অবশ্যই দেখবে।
তাদেরকে অবশ্যই সম্মান করবে।
মনোনয়নপত্র জমাদান উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ
সময় উপস্থিত ছিলেন কুমিল্লার মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু,
দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি
ওয়াসিম), সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, বিএনপি নেতা মোস্তফা জামান,
মোজাহিদ চৌধুরীপ্রমুখ।
