
সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন এক পালক। বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে আয়োজিত '১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশীপ'-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রৌপ্য পদক (সিলভার) জয় করেছে কুমিল্লার লাকসামের কৃতি সন্তান রক্সি নুরাইয়া তাফসির।
সারাদেশ থেকে আসা ৫৫টি শক্তিশালী দল এবং প্রায় ৬৫০ জন প্রতিযোগীর সাথে লড়াই করে রক্সি এই গৌরবময় অর্জন ছিনিয়ে আনে। তার এই সাফল্যে এখন আনন্দের জোয়ার বইছে কুমিল্লার লাকসামজুড়ে।
লাকসাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমি-র এই অসামান্য অর্জনের পেছনে কারিগর হিসেবে কাজ করেছেন একাডেমির প্রধান প্রশিক্ষক লাওশি কামরুল হাসান। রক্সির এই সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, "এটি কেবল একটি পদক নয়, বরং আমাদের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম এবং ত্যাগের ফসল। সঠিক দিকনির্দেশনা আর নিষ্ঠা থাকলে আমাদের ছেলেমেয়েরা যে কোনো মঞ্চে নিজেদের প্রমাণ করতে পারে।"
উল্লেখ্য যে, লাকসামে মার্শাল আর্টের প্রসারে এই একাডেমিটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। রক্সির এই মেডেল জয় একাডেমির অন্যান্য শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একাডেমি কর্তৃপক্ষ জানায়, তাদের স্বপ্ন আকাশছোঁয়া। একদিন এই লাকসাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমি বিশ্ব দরবারে অন্যতম সেরা একাডেমি হিসেবে দেশের নাম উজ্জ্বল করবে—এমনটাই প্রত্যাশা সকলের। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে তারা সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।
