বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫
১৭ পৌষ ১৪৩২
অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৫ এএম |


কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের শেষ কর্মদিবস উপলক্ষে শিক্ষক পরিষদ, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাস ও মিলনায়তন বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়।
উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বায়েজিদ সুমন, ফজলুল রহমান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আবু তাহের, নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মোঃ মামুন মিয়া মজুমদার, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাদেক ভূঁইয়া, পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ ভূঁইয়া, নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিলউদ্দিন আখন্দ, ফকিরবাজার কলেজের অধ্যক্ষ পিজিউল আলম, ছয়গ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান, ফকিরবাজার মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, সাবেক চেয়ারম্যান জামশেদুল আলম, জসিমউদ্দিন স্যার এবং তরুণ নেতা এমদাদুল হক পলাশ।
প্রভাষক মাহবুব আলম-এর উপস্থাপনায় প্রভাষক মোঃ শাহানুর রহমানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মানপত্র পাঠ করেন প্রভাষক সুরেখা বেগম। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক আখতারুজ্জামান, সহকারী অধ্যাপক খোরশেদ আলম ও লাইব্রেরিয়ান দুলাল হোসেন।
বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগ ও প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়কে ফুলের তোড়া, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন ডাঃ আবু হানিফ, আরিফুর রহমান ও মিজানুর রহমান। প্রায় পাঁচ শতাধিক অতিথির মধ্যে বিদায় উপলক্ষে প্রকাশিত “বিদায় স্মরণিকা” বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষের সহধর্মিণী, ইস্টার্ন মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ শামীমা আক্তার রেখা, যিনি পারিবারিক দৃষ্টিকোণ থেকে অধ্যক্ষ মহোদয়ের দীর্ঘ চাকরিজীবন নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম স্মৃতিচারণমূলক বক্তৃতায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তুষ্টচিত্তে কর্মজীবন শেষ করতে পারায় মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন। প্রভাষক জামাল হোসেন-এর পরিচালনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠান শেষে অধ্যক্ষ কলেজ প্রাঙ্গণ থেকে ফুলেল সজ্জায় সজ্জিত গাড়িতে উঠেন। ছাত্রছাত্রী, শিক্ষক, এলাকাবাসী ও অতিথিরা পুরো পথ জুড়ে ফুল ছিটিয়ে তাঁকে বিদায় ও শুভেচ্ছা জানান। অধ্যক্ষ মহোদয় জীবনের এই গুরুত্বপূর্ণ মাইলফলকে কলেজ এর শীতকালীন ছুটির মধ্যেও এত ছাত্রছাত্রী ও অতিথির উপস্থিতিতে অভিভূত হয়ে পড়েন। এ সময় সবার মাঝে বেশ আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার জীবনাবসান
নিভে যাওয়া নক্ষত্র কিংবা রাজনীতির ‘ফিনিক্স পাখি’
অধিকার সুরক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি
‘নট আউট’ খালেদা জিয়া
তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার ১১টি আসনে১১৪টি মনোনয়নপত্র দাখিল
কুমিল্লার সবক’টি আসনেই বিএনপি জিতবে: সুমন
মনোনয়নপত্র দাখিল ইয়াছিনের প্রতীক চেয়েছেন হাঁস
হাসনাত আব্দুল্লাহর জন্য আসন ছেড়ে দিয়ে কাঁদলেন জামায়াতের প্রার্থী
বিএনপি থেকে পিতা-পুত্রের মনোনয়ন দাখিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২