চাকরি
জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক-এমন খবরে বিদ্যালয়ে আসেন সাবেক
শিক্ষার্থীরা। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ। বিদায় বেলায় সাবেক, বর্তমান
শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন কুমিল্লার মুরাদনগর
উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার।
দীর্ঘ
৩৯ বছর শিক্ষকতা শেষে মঙ্গলবার দুপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন
তিনি। সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুল দিয়ে তাকে বিদায় জানানো হয়।
পূর্ব
ঘোড়াশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে ১৯৮৬ সালের ১৫
নভেম্বর নাছিমা আক্তারের কর্মজীবন শুরু হয়। এরপর ২০১৮ সালের ২ জুলাই তিনি
পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
বিদায়ী অনুষ্ঠানে
নাছিমা আক্তার বলেন, 'বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী,
সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ।
বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।'
বিদ্যালয়ের সহকারি শিক্ষক
ইলিয়াস হোসেন বলেন, 'ম্যাডামের শূন্যতা কখনই পূরণ হবার নয়। তার
নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারি শিক্ষকরা অনেক কিছু
শিখেছি।'
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার আবদুর রাজ্জাক, ইউ.আর.সির
ইন্সট্রাক্টর জিল্লু রহমান, সহকারী শিক্ষা অফিসার মো.কামাল উদ্দিন, সহকারী
অধ্যাপক তকদিরুল ইসলাম, প্রভাষক আজিজুর রহমান রনি, সমাজ সেবক ওয়ারিশ সরকার,
আবুল কালাম, আনোয়ার হোসেন,নাছির উদ্দিন প্রমুখ। সদর ক্লাস্টারের বিভিন্ন
বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অনেকে উপস্থিত ছিলেন।
