কুমিল্লার
মুরাদনগর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের
সাবেক উপজেলা প্রতিনিধি মনির খাঁন আর নেই। মঙ্গলবার ভোর ৬টায় হৃদযন্ত্রের
ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
পারিবারিক সূত্রে
জানা গেছে, ভোরে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত মুরাদনগর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
এদিন দুপুরে মুরাদনগর মোজাফফরুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের
জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে মুরাদনগর ঈদগাহ সংলগ্ন
কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন
কুমিল্লা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ
ছাড়া স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের
আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
