কুমিল্লার
লাকসামের কোথাও গত দু'দিন ধরে সূর্যের দেখা মিলেনি। বেড়ে গেছে শীতের
তীব্রতা। অসহায় ও হতদরিদ্র ছিন্নমূল মানুষজন শীতের তীব্রতায় দিশেহারা।
লাকসাম রেলওয়ে জংশন প্ল্যাটফরমের বাইরে খোলা আকাশের নিচে শুয়ে আছেন তাঁরা।
গভীর রাত। শীতে কাবু হয়ে গেছেন। এমতবস্থায় শীতার্ত অসহায় মানুষগুলো একটু
উষ্ণতা খুঁজছেন। ঠিক এমন সময় শীতার্ত ছিন্নমূল মানুষের জন্য অনেকগুলো কম্বল
নিয়ে সেখানে হাজির লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস
সুলতানা।
ইউএনও নার্গিস সুলতানা লাকসাম রেলওয়ে জংশন এলাকায় শীতার্ত
ছিন্নমূল মানুষের শীত নিবারণে একটু উষ্ণতা এনে দিতে সোমবার (২৯ ডিসেম্বর)
দিবাগত গভীর রাতে তাঁদের গায়ে কম্বল জড়িয়ে দেন। তীব্র শীতে কম্বল পেয়ে
অত্যন্ত খুশী ওইসব হতদরিদ্র অসহায় ছিন্নমূল মানুষজন।
ষাটোর্ধ্ব এক
হতদরিদ্র ছিন্নমূল নারী কুলসুম বেগম। বাড়ি নোয়াখালী জেলায়। দিনের বেলায়
লাকসাম জংশনের আশপাশে ভিক্ষাবৃত্তি করে জীবন চালায়। রাতে কোনোমতে পড়ে থাকেন
লাকসাম রেলওয়ে জংশন বাজারের ফুটপাতে খোলা আকাশের নিচে।
তীব্র শীতের
মধ্যে কম্বল পেয়ে খোলা আকাশের নিচে পড়ে থাকা অসহায় ওই ছিন্নমূল নারী বলেন,
এতোদিন এক্কান হাতলা কাবড় (একটি পাতলা কাপড়) গাত দি হুইচ্ছি। (গায়ে দিয়ে
শুয়েছি)। শীতে মানে না। গা ছরদ অই থাইকতো (শরীর ঠান্ডা হয়ে যেতো)। আইজ
এক্কান কম্বল হাইছি। (আজ একটি কম্বল পেয়েছি)। অন আর শীত বেশী লাইগতো নো। (
এখন আর শীত বেশী লাগবেনা)। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমনে গো ভালা
করক।" তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে এভাবেই কথাগুলো বলছিলেন লাকসাম রেলওয়ে
জংশন এলাকার খোলা আকাশের নিচে পড়ে থাকা কুলসুম বেগম নামের ওই হতদরিদ্র
ছিন্নমূল নারী।
তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে মো. আবুল হাসেম নামের
সত্তরোর্ধ অপর এক বৃদ্ধ জানান, তাঁর বাড়ি হাতিয়া। নদী ভাঙনে বাড়ি-ঘর চলে
গেছে নদী গর্ভে। সহায়-সম্বল হারিয়ে কয়েক বছর ধরে লাকসামে থাকেন।
তিনি
জানান, দিনে এদিক-ওদিক থাকেন, আর রাতে স্টেশনের বাইরে খোলা আকাশের নিচে
ঘুমান। তীব্র শীতে খুব কষ্ট পাচ্ছিলেন। আজ কম্বল পেয়ে তিনি খুবই খুশী। শীত
নিবারণে এবার কম্বল গায়ে জড়িয়ে অন্তত শান্তিতে ঘুমাতে পারবেন।
লাকসাম
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা জানান, গত দুইদিন ধরে
লাকসামে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ছিন্নমূল শীতার্ত মানুষের জন্য উপজেলা
প্রশাসন কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহমেদ উল্লাহ সবুজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান দুলাল, লাকসাম
প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী প্রমূখ।
