
বিগ
ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছেন রিশাদ হোসেন। বাংলাদেশি
লেগব্রেকার প্রথম তিন ম্যাচে মাত্র ৩ উইকেট নেন। আজ (শুক্রবার) পার্থ
স্কর্চার্সের বিপক্ষে তিনি এই টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন।
পাওয়ার
প্লেতে এক ওভার বল করে ৯ রান দেন রিশাদ। পঞ্চম ওভারের চতুর্থ বলে এক ছক্কা
হজম করেন। ছন্দ খোঁজার লড়াইয়ে থাকা কুপার কনোলিকে ফেরান হোবার্টের এই
স্পিনার। সপ্তম ওভারের দ্বিতীয় বলে তাকে ক্রিস জর্ডানের ক্যাচ বানান রিশাদ।
ওই ওভারে ১০ রান দেন তিনি।
শেষ দুই ওভারে রিশাদ আরও দুটি উইকেট নেন।
দশম ওভারের দ্বিতীয় বলে শর্ট ফাইন লেগে মাইকেল ওয়েনের ক্যাচ হন অ্যারন
হার্ডি। পরের চার বলে চারটি রান তোলে পার্থ।
রিশাদ শেষবার বল হাতে নেন
১৬তম ওভারে। দ্বিতীয় বলেই লরি ইভান্সের কাছে ছক্কা হজম করেন। পরের বলে তাকে
ম্যাকডারমটের গ্লাভসে ধরা পড়ান রিশাদ।
৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট
নেন রিশাদ। সিডনি থান্ডারের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো উইকেট পাননি তিনি।
পরের ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে দুটি উইকেট, আর মেলবোর্ন
রেনেগেডসের বিপক্ষে তৃতীয় খেলায় নেন ১ উইকেট। চার ম্যাচে ৭.৫০ ইকোনমি রেটে
তার পকেটে ৬ উইকেট।
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেটে ১৫০ রানে থামে
পার্থ। লক্ষ্যে নেমে ৩৯ রানের মধ্যে তিন উইকেট হারালেও টিম ডেভিডের ২৮ বলে
৪২ রানের সুবাদে জিতেছে হোবার্ট।
এছাড়া নিখিল চৌধুরী ৩০ রানে অবদান
রাখেন। ১৩ বলে ম্যাকঅ্যালিস্টার রাইটের ২২ ও ক্রিস জর্ডানের ১১ বলে ১৫ রান
হোবার্টের জয়ে দারুণ ভূমিকা রাখে।
৪ ম্যাচে ৩য় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে হোবার্ট। মেলবোর্ন ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।
