শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২
দেশের প্রথম বাইক ট্র্যাক ট্রেইল রেস হলো কুমিল্লার লালমাই পাহাড়ে
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ২৭.১২.২০২৫ ১:১৮ এএম |



 দেশের প্রথম বাইক ট্র্যাক ট্রেইল রেস  হলো কুমিল্লার লালমাই পাহাড়েতানভীর দিপু।।
পাহাড়ের উঁচুতে, আবার উপত্যকায়। আঁকাবাঁকা খাড়া পাহাড়ি পথে ছুঁটছে ডার্ট বাই, রেইস বাইক। দেশে প্রথমবারের মতো কুমিল্লার লালমাই পাহাড়ে অনুষ্ঠিত হচ্ছে ট্র্যাক ট্রেইল রেস। বাইকাররা চালাচ্ছেন মোটর সাইকেল রেস করছেন ডার্ট সেগমেন্টে, আবার কেউ চালাচ্ছেন কমিউটার সেগমেন্টে। দুই ধরনের বাইকে প্রায় ৭০ জন বাইকার এই রেসে অংশ গ্রহন করেছেন। 
 ফিউরিয়াস মটো ক্লাবের উদ্যোগে বাইকার্স মেগা ক্যাম্পিং সিজন-১০এ এই আয়োজনে অংশ নিয়েছে দেশের সহস্রাধিক পেশাদার ও অপেশাদার বাইক রাইডার। ২৫ ও ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপী এই আয়োজনটি হয়েছে লালমাই পাহাড়ের ল্যাকল্যান্ডে। বাইকার্স মেগা ক্যাম্পিংয়ে অংশ নেয়া বাইকাররা ট্রেইল রেইসে অংশ নেয়ার পাশাপাশি টাবুতে ক্যাম্পিং করে রাত কাটিয়েছেন। সেখানেই ক্যাম্পিং রাউন্ডে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 
ফিউরিয়াস মটো ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মালেক খসরু উষা জানান, এ নিয়ে দশম বারের মত সারা বাংলাদেশের বাইকারদের নিয়ে ফিউরিয়াস বাইকার্স মেগা ক্যাম্পিং অনুষ্ঠিত হচ্ছে। দেশের ৬৪ জেলা ছাড়াও বিদেশ থেকেও বেশ কয়েকজন বাইকার এসেছেন এই অনুষ্ঠানে। ট্রেইল রেইস গত তিন সিজনে হলেও এবার বড় পরিসরে পেশাদার ৭০ জন বাইকারদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে সবচেয়ে কম সময়ে যিনি ট্র্যাক শেষ করতে পেরেছেন তিনিই বিজয় হয়েছেন। 
বাইকার সোহেল ভুইয়া বলেন, এই অনুষ্ঠান থেকে আমরা নিরাপদে বাইক চালানোর অনুপ্রেরনা নিয়ে যাচ্ছি। যারা এখানে আসেন তারা যেন নিরাপদে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাওয়া আসা করতে পারেন সে সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। 
ডার্ট বাইক নিয়ে ফিউরিয়াস ট্রেইল ট্র্যাকে অংশ নেয়া নোয়াখালীর বাইকার মাহির জানান, ইতোমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ট্র্যাক ট্রেইলের এর প্রতিযোগিতা পুরোদমে শুরু হয়েছে। এটা আমাদের জন্য একটি সুযোগ লালমাই পাহাড়ে ফিউরিয়াস করে দিয়েছে, আমরা এখন থেকে চাইলে পেশাদার ভাবে বাইক ট্রেইল রেস শুরু করতে পারব। 
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থী বাইকার ঋদ্ধি ও রায়হান জানান, সারা দিন শেষ বাইকাররা এই একটি দিনের জন্য অপেক্ষা করে। বাইকারদের এমন মিলনমেলা সারা দেশে আর কোথাও হয়না। এখানে বিভিন্ন নামিদামি বাইকার্স কোম্পানি, পার্টস এন্ড ইকুইপমেন্টস্, গ্যাজেট- গিয়ার কোম্পানিগুলো এখানে এসেছে। বাইকাররা চাইলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সম্পর্কে জানতে পারে। 
বাংলাদেশের ৬৪ জেলা থেকে সহজ সহস্রাধিক বাইকার এসেছে এই ক্যাম্পেইনে। দুইদিন দুই রাত তারা থেকেছে নিজস্ব তাবুতে। আদান প্রদান করেছে তাদের অভিজ্ঞতা, বাইকাররা একে অপরের গল্প বলেছে। এমন আয়োজন পৃথিবীর অন্যান্য দেশে প্রায় আয়োজন হলেও বাংলাদেশে এই আয়োজন লালমাই পাহাড়ে বড় পরিসরে হয়। 
বাইকার্সের মিলনমেলায় অংশ নেয়া সম্প্রতি মাউন্ট এভারেস্টের পাঁচটি দুর্গম ট্রেইল পাস্ অতিক্রমকারী আরিফুর রহমান উজ্জ্বল জানান, এমন আয়োজন শুধু স্পোর্টস নয়, বরং নিরাপদ বাইক রাইডিং এর সচেতনতা ছড়িয়ে দিচ্ছে সারাদেশে। সারাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি নিহত হয় মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায়। এখান থেকে নিরাপদ চালনার নিয়ম কানুন শিখে বাইকাররা নিরাপদে যাতায়াত করতে পারবেন।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বিএনপি ‘বাঁচাতে’হাজী ইয়াছিনের অনুরোধ
জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
বাবার সমাধির সামনে জলভরা চোখে তারেক রহমান
হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় ইনকিলাব মঞ্চের দোয়া ও বিক্ষোভ
দেশের প্রথম বাইক ট্র্যাক ট্রেইল রেস হলো কুমিল্লার লালমাই পাহাড়ে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় দুর্ঘটনার পর বাসে আগুন দিলো স্থানীয়রা
কুমিল্লায় কুয়াশার চাদরে ঢাকা সূর্য: জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত
অসহায়, নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম -জসিম উদ্দিন সিআইপি
মাতৃভূমিতে তারেক রহমান
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন মাজার জিয়ারতের মাধ্যমে হাতী প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২