
ইউনেক্স-সানরাইজ
বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫-এর পুরুষ দ্বৈতে ‘অল বাংলাদেশ’
ফাইনালে তুমুল লড়াই হলো। সেরার হাসি সঙ্গী হলো গৌরব সিংহ-আব্দুল জহির
তানভীর জুটির।
পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুক্রবার
ফাইনালে ২-১ সেটে জিতেছেন গৌরব-তানভীর জুটি। রানার্সআপ হয়েছেন মিজানুর
রহমান- রাহাতুন নাঈম জুটি।
শুরু থেকেই দারুণ জমে ওঠে দুই জুটির লড়াই। এক
পর্যায়ে ১৮-১৮ সমতায় থাকার পর এগিয়ে যান তানভীর-গৌরব জুটি। প্রথম সেটও
তারা জিতে নেন ২১-১৯ পয়েন্টে।
দ্বিতীয় সেটেই দুর্দান্ত প্রত্যাবর্তন
মিজানুর-নাঈম জুটির। ১৫-১৫ সমতার পর ছন্দ হারান গৌরব-তানভীর। ২১-১৭ পয়েন্টে
জিতে ১-১ সেটের সমতায় ফিরেন মিজানুর-নাঈম।
শিরোপা নির্ধারণী তৃতীয় সেটে
শুরুটা ভালো হয় মিজানুর-নাঈমের। কিন্তু দ্রুতই ঘুরে দাঁড়ান গৌরব-তানভীর। ২
পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে এক পর্যায়ে ১৭-১৭ সমতায় ফিরেন তারা। এরপর ১৯-১৭
ব্যবধানে এগিয়েও যান গৌরব-তানভীর।
নাটকীয়তার তখনও বাকি। ২ পয়েন্টের
ব্যবধান ঘুচিয়ে ম্যাচ জমিয়ে তোলেন মিজানুর-নাঈম, কিন্তু পরে আর তারা পেরে
ওঠেননি। ২২-২০ ব্যবধানে জিতে সেরা হন গৌরব-তানভীর।
বাংলাদেশ
ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫-এর নারী এককের ফাইনালে মালয়েশিয়ার লিম ঝি শিনকে
২১-১৯ ও ২১-৯ পয়েন্টে হারিয়েছেন হয়েছেন ভারতের তানভি রেড্ডি।
পুরুষ এককে
মালয়েশিয়ার মোহাম্মদ হারিস সুফিয়ান রুশদানকে ২১-১৬, ১৪-২১ ও ২১-১০ পয়েন্টে
হারিয়ে সেরা হয়েছেন কাজাখস্তান দিমিত্রি পানারিয়ান।
নারী দ্বৈতে থাইল্যান্ডের জুটি এবং মিশ্র দ্বৈতের মালয়েশিয়ার জুটি হয়েছে সেরা।