শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২
অসহায়, নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম -জসিম উদ্দিন সিআইপি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম |

অসহায়, নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম -জসিম উদ্দিন সিআইপি মোঃ হুমায়ুন কবির মানিক: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ডিসেম্বর) সকাল ১১টায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি।
এসময় তিনি বলেন- মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম ২০২২ইং সনে প্রতিষ্ঠার পর থেকে অসহায়, নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে কাজ করছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।
২০২৪ইং সনের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মনোহরগঞ্জ বাসীর পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করেই আলোচনায় উঠে আসার পর থেকে নিয়মিত অসহায় ও নিপীড়িত মানুষকে সকল ক্ষেত্রে সহযোগিতা করে আসছে।
তিনি বলেন - গতানুগতিক সিস্টেম থেকে বের হয়ে আধুনিক মনোহরগঞ্জ উপজেলা গড়তে কাজ করছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। এছাড়াও উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের পথচলা। এরই ধারাবাহিকতায় আগামীকাল ১৭৫জন কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন, কর্মহীন কয়েকজন পুরুষদের মাঝে অটো রিক্সা বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে অন্তর্র্বতীকালীন সরকারের একজন উপদেষ্টাসহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
তিনি আরো বলেন -মনোহরগঞ্জের বেকার যুবক-যুবতীদেরকে আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। কেননা দক্ষ জনশক্তি তৈরি করতে পারলেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব।পরে তিনি মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সকল কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।


অসহায়, নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম -জসিম উদ্দিন সিআইপি মতবিনিময় সভা মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারী মাইন উদ্দিন সোহাগ। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মিয়াজী, নির্বাহী সদস্য ফিরোজ আলম, তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, এড.আশিক এলাহী প্রমুখ।
 সাংবাদিকদের পক্ষ থেকে কথা বলেন- বিজয় টিভি কুমিল্লা জেলা প্রতিনিধি ও দৈনিক মানবজমিন এর প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির মানিক, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবু ইউসুফ,, আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি আবদুর রহিম, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবদুল গোফরান, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংবাদিক আবুল খায়ের, সাইফুল ইসলাম শিমুল প্রমুখ।
এসময় সাংবাদিকগণ দক্ষিণ কুমিল্লায় রাষ্ট্রিয়ভাবে প্রথম সিআইপি পদে মোহাম্মদ জসিম উদ্দিনকে ভূষিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে চলমান সকল কার্যক্রমের সাথে একাত্মতা পোষণ করে সার্বিক সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকগণ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অসহায়, নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম -জসিম উদ্দিন সিআইপি
মাতৃভূমিতে তারেক রহমান
‘যেকোনো মূল্যে বাংলাদেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে’
দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ
দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশে ফিরে তারেক রহমান তিন দিন কোথায় যাবেন, কী করবেন
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সদরে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
১০ হাজার নেতা-কর্মী নিয়ে এলডিপি ছেড়ে বিএনপিতে ড. রেদোয়ান
দেশের পথে তারেক রহমান
কুমিল্লায় কুয়াশার চাদরে ঢাকা সূর্য: জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২