
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী দিনেই দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির ভাষ্য অনুযায়ী, প্রথম দিনে খেলা দেখতে সিলেটের গ্যালারিতে হাজির হয়েছেন ১৭ হাজার ৮৮৪ জন দর্শক।
আজ (শুক্রবার) এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছে স্বাগতিক সিলেট। এদিন জুমার নামাজের পর থেকেই ক্রিকেটপ্রেমীদের ঢল নামে স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগেই গ্যালারির প্রায় অর্ধেক আসন পূর্ণ হয়ে যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই পুরো স্টেডিয়ামের সবকটি গ্যালারি দর্শকে কানায় কানায় ভরে ওঠে।
১২ তম আসরের বিপিএল সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ার আনন্দে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন দলের দেশি, বিদেশি তারকা ক্রিকেটারদের এক নজর দেখতে এবং প্রিয় দলকে সমর্থন জানাতে আগেভাগেই টিকিট সংগ্রহ করেন ক্রীড়াপ্রেমীরা। পুরো স্টেডিয়ামের বাইরে ও ভেতরে ছিল উৎসবমুখর পরিবেশ।
স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শক রফিকুল ইসলাম বলেন, ‘সিলেটে বিপিএল মানেই আলাদা একটা অনুভূতি। অনেকদিন পর এখানে বড় টুর্নামেন্ট হচ্ছে এটা আমাদের জন্য অনেক আনন্দের। শুক্রবার ছুটির দিনে পরিবার নিয়ে খেলা দেখতে আসতে পেরে খুব ভালো লাগছে।’
সিলেটের বালাগঞ্জ থেকে স্টেডিয়ামে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, টিভিতে অনেক ম্যাচ দেখি কিন্তু স্টেডিয়ামে বসে সরাসরি খেলার উত্তেজনা একেবারেই আলাদা। প্রিয় খেলোয়াড়দের এত কাছ থেকে দেখা জীবনের দারুণ অভিজ্ঞতা।
আয়োজক সূত্র জানিয়েছে, প্রথম দিনের টিকিট প্রায় সম্পূর্ণ বিক্রি হয়ে যায় আগেভাগেই। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া খেলা উপলক্ষে কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিপিএল সিলেট পর্ব ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি পুলিশ কমিশনার নিজে সরাসরি তদারকি করছেন। খেলোয়াড়, ম্যাচ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ, মাঠের আশপাশের এলাকা এবং টিম হোটেলগুলোতে সাদা পোশাক ও ইউনিফর্মধারী পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠ ও মাঠের আশেপাশে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, সিলেটের দর্শকরা শৃঙ্খলাবান। এখন পর্যন্ত মাঠ বা এর আশপাশে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। আমরা আশা করছি দর্শকরা শান্তিপূর্ণ পরিবেশে পুরো ম্যাচ উপভোগ করবেন।
