ইনকিলাব
মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ
মিছিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার
নামাজ শেষে নগরীর ঝাউতলা ছাতা মসজিদ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচি শুরু হয়।
জুমার
নামাজ শেষে পুলিশ লাইন ছাতা মসজিদে নিহতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ
দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ইনকিলাব মঞ্চের সদস্য ও সাধারণ মুসল্লিরা একটি
বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর ঝাউতলা ও বাদুরতলা প্রধান
সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড় পূবালী চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল
চলাকালে অংশগ্রহণকারীরা 'নারায়ে তাকবির', 'গোলামি না আজাদি', 'উই ওয়ান্ট
জাস্টিস' এবং 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা'সহ বিভিন্ন স্লোগানে রাজপথ
কাঁপিয়ে তোলেন। এসময় তারা 'আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো' বলে
হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পূবালী চত্বরে আয়োজিত সমাপনী সমাবেশে বক্তব্য
রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর শাখার যুগ্ম
সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসানসহ ইনকিলাব মঞ্চের স্থানীয়
নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, "শরীফ ওসমান হাদি ছিলেন ভারতীয়
আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী। তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা
হয়েছে। এই বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা বা 'ক্রসফায়ারের নাটক' সাধারণ
ছাত্র-জনতা মেনে নেবে না।" তারা সরকারকে সতর্ক করে বলেন, "ছাত্রদের রক্তের
সাথে বেইমানি করবেন না। অনতিবিলম্বে খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক
শাস্তি নিশ্চিত করতে হবে।"
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে
নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে চলন্ত রিকশায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর
আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য
তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে
তিনি মৃত্যুবরণ করেন।
