কুমিল্লা-৩
(মুরাদনগর) আসনে হাতী প্রতিকের প্রার্থী ও রিপাবলিকান পার্টির সাংগঠনিক
সম্পাদক মাওলানা এমদাদুল হক মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা
আনুষ্ঠানিক ভাবে শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে খুরুইল-বুটিয়াকান্দি
দরবার শরীফে নিজ বাপ-দাদার রওজা জিয়ারত শেষে তিনি নির্বাচনী এলাকার
গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত বিভিন্ন দরবার শরীফের
রওজা জিয়ারত ও দোয়া মুনাজাতের মাধ্যমে হাতী প্রতীকের গণ-সংযোগ শুরু করেন।
নিজেকে
খুরুইল দরবারের পীরজাদা হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, পারিবারিক ঐতিহ্যের
কারণেই সকল দরবার শরীফের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে এবং সেই
আধ্যাত্মিক টানেই তিনি রওজা জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী লড়াইয়ের সূচনা
করেন। পর্যায়ক্রমে সোনাকান্দা, পীরকাশীমপুর, পান্ডুঘর ও দৌলতপুর দরবার
শরীফের রওজা জিয়ারত করে তিনি আরো বলেন, নির্বাচিত হলে প্রতিটি দরবার শরীফে
সরকারি অর্থায়নে একটি করে দৃষ্টিনন্দন ও আধুনিক খানকা করে দেবেন।
প্রচারণাকালে
উপস্থিত ছিলেন, পান্ডুঘর দরবারের পীরজাদা মাওলানা গোলাম জিলানী এবং
দৌলতপুর দরবারের পীরজাদা শরিফ হাবিবুর রহমান যুক্তিবাদী। এছাড়া রিপাবলিকান
পার্টির প্রচার সম্পাদক মাওলানা শেখ মফিজুল ইসলাম, রিপাবলিকান নেতা ফারুক
খান, হাফেজ ইমরান খান, সহিদুল ইসলাম ও রুবেল মিয়াসহ দরবার শরীফগুলোর
খাদেমগণ এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী প্রার্থীর সাথে এই কার্যক্রমে
অংশগ্রহণ করেন।
