কুমিল্লার
লালমাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীমদ্ভাগবত গীতা পাঠশালার সংগঠন দামোদর
সংঘের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার ২৬ ডিসেম্বর
সংগঠনটির কেন্দ্রীয় মন্দির বাগমারা উত্তর ইউনিয়নের বেতিয়াপাড়ায় সকালে গীতা
পাঠ প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুভারম্ভ হয়। পরে ধর্মীয় আলোচনা ও পুরস্কার
বিতরণের মাধ্যমে শেষ হয়। দামোদর সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন নাথ
ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জীবনানন্দ দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠান
উদ্বোধন করেন সংঘের উপদেষ্টা বাবু তরনী মোহন দেবনাথ। অনুষ্ঠানে প্রধান
ধর্মীয় আলোচক ছিলেন বাবু রাখাল চন্দ্র ভৌমিক। ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন
অনুষ্ঠানের বিশেষ অতিথি লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক চন্দন
মজুমদার পুলক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লালমাই উপজেলার সাধারণ
সম্পাদক মানিক মজুমদার, লালমাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রদীপ
মজুমদার, বাবু শিমুল বণিক প্রমুখ। এছাড় বাবু প্রিয় লাল দাশ, হরেকৃষ্ণ বণিক,
সুবাস দাস, অনিল সূত্রধর,মনিন্দ্র চন্দ্র দাস, শ্রীকৃষ্ণ বণিক, ব্যাংকার
সুব্রত ভৌমিক লিটন, বাবুল চন্দ্র পাল, লালমাই উপজেলা যুব ঐক্য পরিষদের
সাধারণ সম্পাদক সুজন ঘোষ সহ দুর দুরান্ত থেকে আগত ভক্তবৃন্দ ও বিভিন্ন গীতা
পাঠশালার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গীতা পাঠ প্রতিযোগিতায় ক গ্রুপে
প্রথম স্থান অধিকার করেন (বাগমারা) জুঁই সমদ্দার, খ গ্রুপে প্রথম স্থান
অধিকার করেন হরিশ্চর( ভোরা) বাউল গোসাই আশ্রমের শিক্ষার্থী আদ্রিজা সাহা।
চৌদ্দগ্রাম পাইকপাড়া গীতা পাঠশালার প্রান্তিকা রানী দাশ ক গ্রুপে যুগ্ম
ভাবে প্রথম হয়েছেন।
দামোদর সংঘ লালমাই উপজেলা সহ বিভিন্ন উপজেলায় মোট
৩৩টি গীতা পাঠশালা চালু করেছেন। ইতিমধ্যে উপজেলার বেতিয়াপাড়ায় দামোদর সংঘের
কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানের আলোচনায় বক্তারা
বলেন, দামোদর মন্দির প্রতিষ্ঠায় অনেক অর্থের প্রয়োজন তাই সকল সনাতনীদের
সহযোগিতা করার অনুরোধ জানান।
