চাঁদপুরে
মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে চার জনের মৃত্যুর ঘটনায় চার জনকে আটক
করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের হলে তাদের সেই মামলায় গ্রেফতার দেখানো
হবে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে নিজাম শিপিং
লাইন্সের ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে পৌঁছলে বরিশাল নৌ
পুলিশ ও ঝালকাঠি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সেটি জব্দ ও চার কর্মীকে
আটক করে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ
বলেন,‘লঞ্চটি ঝালকাঠিতে নোঙর করার পর এর সারেং, সুকানি, সুপারভাইজার ও
ইঞ্জিনচালক পালিয়ে যায়। তবে চার জন কেবিন বয়কে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া
হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’
চাঁদপুরের মতলব উপজেলার হরিনাঘাটা
এলাকায় মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ৬
জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। বৃহস্পতিবার দিবাগত
(শুক্রবার) রাত পৌনে ২টার দিকে ঘন কুয়াশার মধ্যে ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় অংশগ্রহণ শেষে
ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের লঞ্চে করে
নিজ জেলা ঝালকাঠিতে ফিরছিলেন। গভীর রাতে নদীতে ঘন কুয়াশা বিরাজ করছিল। এ
সময় বিপরীত দিক থেকে আসা ‘জাকির সম্রাট-৩’ নামের আরেকটি লঞ্চের সঙ্গে
ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি লঞ্চ
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নদীতে নেমে আসে আতঙ্ক।
সংঘর্ষে
ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় এবং অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
