শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের নতুন বার্তা
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৩ এএম |






বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক এসব ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।
স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে আমরা অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
তিনি বলেন, ‘গত কয়েক দিনে বাংলাদেশে যে ভ্রান্ত বয়ান প্রচার করা হচ্ছে, তা প্রত্যাখ্যান করে আমরা একাধিক বিবৃতি দিয়েছি।’
অমৃত মণ্ডলের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে আমরা অবগত রয়েছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। চরমপন্থীদের হাতে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে লাগাতার সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক।’
এ ছাড়া ময়মনসিংহের দিপু চন্দ্র দাসের হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত।
এ অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা জানিয়েছে দেশটি। জয়সওয়াল দাবি করেন, ‘অন্তর্র্বতী সরকারের সময়ে স্বাধীন বিভিন্ন সূত্রের তথ্য মতে সংখ্যালঘুদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, ভূমি দখলসহ মোট ২ হাজার ৯০০টিরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এই ঘটনাগুলোকে কোনোভাবেই মিডিয়ার অতিরঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়া বা রাজনৈতিক সহিংসতা বলে এড়িয়ে যাওয়া যায় না।’

সূত্র : পিটিআই


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বিএনপি ‘বাঁচাতে’হাজী ইয়াছিনের অনুরোধ
জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
বাবার সমাধির সামনে জলভরা চোখে তারেক রহমান
হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় ইনকিলাব মঞ্চের দোয়া ও বিক্ষোভ
দেশের প্রথম বাইক ট্র্যাক ট্রেইল রেস হলো কুমিল্লার লালমাই পাহাড়ে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় দুর্ঘটনার পর বাসে আগুন দিলো স্থানীয়রা
কুমিল্লায় কুয়াশার চাদরে ঢাকা সূর্য: জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত
অসহায়, নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম -জসিম উদ্দিন সিআইপি
মাতৃভূমিতে তারেক রহমান
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন মাজার জিয়ারতের মাধ্যমে হাতী প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২