প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের তিলইন গ্রামের একটি মন্দিরের জানালা
কেটে ও দরজার তালা ভেঙে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। এ
ঘটনায় মন্দির পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ উজ্জ্বল কান্তি রায় লালমাই থানায়
লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, শনিবার (২৬ জুলাই ) রাতে
উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের তিলইন গ্রামের বিশ্বাম্ভর ঠাকুরের মন্দিরের
জানালা কেটে ও দরজার তালা ভেঙ্গে মন্দিরের মধ্যে থাকা কয়েকটি ছোট বড় কাসার
থালা, কাসার বাটি, ০১টি পিতলের ঘন্টা, সাড়ে তিন আনা স্বর্ণের তৈরি ০২টি
পাদুকা, ০১ আনা ওজনের স্বর্ণের তৈরি ০১টি স্বর্নের তুলশী পাতা, নগদ- অনুমান
১৬/১৭হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে। মন্দিরের পূজারী মনিকা
রানী রায় ২৫ জুলাই সন্ধ্যায় পূজা দিয়ে তিনি তালা দিয়ে বাড়িতে যান।
বিশ্বাম্ভর
ঠাকুরের মন্দির কমিটির সভাপতি ডা.স্বদেশ রঞ্জন রায় বলেন, আমার দাদা ৭৫ বছর
আগে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আমরা তা ধরে রেখেছি, আগে এখানে বৈষ্ণব
থাকতো, এখন কেউ থাকেনা। প্রতি বছরে ৩ টি অনুষ্ঠানে অনেক মানুষের সমাগম হয়।
এই মন্দিরে কখনো এধরনের দূর্ঘটনা ঘটেনি।
লালমাই থানার ওসি মো: শহীদুল
ইসলাম জানান, ‘থানায় অভিযোগ পেয়েছি। লালমাই থানাধীন ভূশ্চি ফাঁড়ি ইনচার্জ
ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরটি নিরিবিলি একটি এলাকায়। সেখানে
নিরাপত্তার দায়িত্বেও কেউ ছিলেন না। ওসি আরও বলেন, ‘আমরা সর্বোচ্চ
গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি। ঘটনা উদঘাটনে আমরা কাজ করছি।