চৌদ্দগ্রাম
প্রতিনিধি: ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক মোঃ নাদের হোসেন(২৫) নামের এক
বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে বিএসএফ। ঘটনাটি ঘটেছে
মঙ্গলবার সকাল ১০টায় চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল এলাকার
২১০৯নং পিলার সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন
চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
স্থানীয়
সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নাদের হোসেনসহ ৩ যুবক সীমান্তবর্তী
বৈদ্দেরখিল ২১০৯নং পিলার এলাকায় ঘুরাঘুরি করছিলেন। এসময় বিএসএফ ধাওয়া করলে
ভারতের ৬৯নং রাধানগর ক্যাম্প বিএসএফ সদস্যরা হাতে নাদের হোসেনকে আটক করে।
অপর ২ জন পালিয়ে যায়। আটককৃত যুবক পৌরসভার বৈদ্দেরখিল গ্রামের মানিক মিয়ার
ছেলে। পালিয়ে যাওয়া অপর যুবকরা হলেন আবদুল জলিলের রনি, ফটিক মিয়ার ছেলে
সবুজ। এ ঘটনা জানাজানি হলে দুপুর ১২.৩০ ঘটিকার সময় দুই দেশের সীমান্তরক্ষী
বাহিনী বিএসএফ ও বিজিবি'র মাঝে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত যুবককে
হস্তান্তর করা হয়। সন্ধ্যায় বিজিবি আটগ্রাম বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার
আক্তারুজ্জামান বাদী হয়ে আটক যুবকের নামে ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে
চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘বিজিবি অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা
দায়েরের পর এক যুবককে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল
হাজতে প্রেরণ করা হবে’।