কুমিল্লার
দেবিদ্বারে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। নিহতরা
হলো, গুনাইঘর উত্তর ইউনিয়নের ছেপাড়া গ্রামের মো. আল আমিনের ছেলে মো.আদনান
(২৩ মাস) ও এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে
মুহসিনাত মুনতাহা জাইফা (১৪ মাস)।
সোমবার (২৮ জুলাই) দুপুর সাড়ে
১২টার দিকে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ছেপাড়া গ্রামে বাড়ির একটি
পুকুরে থেকে শিশু আদনানের মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে একই দিন বেলা ১১
টার দিকে এলাহাবাদ গ্রামে বাড়ি থেকে ১৮ গজ দূরে অপর একটি পুকুর থেকে শিশু
মুহসিনাত মুনতাহা জাইফার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মো.আদনানের মৃত্যুটি
নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক
মেহেদী হাসান ইয়াহিয়া ও শিশু জাইফার মৃত্যুটি নিশ্চিত করেছেন ইউপি
চেয়ারম্যান মো. নুরুল আমিন।
স্থানীয়রা জানায়, দুুপুরে সবার অগোচরে
আদনান বাড়ির উঠান থেকে হাঁটতে হাঁটতে পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশুটির
মাসহ বাড়ির লোকজন তাকে না পেয়ে আশপাশে খোঁজাখুজি করে করেন। এক পর্যায়ে
পুকুরের পানিতে মরদেহ দেখতে পায়। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে দেবিদ্বার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মো. মেহেদী হাসান
ইয়াহিয়া শিশুটি মৃত ঘোষণা করেন। ছেপাড়া গ্রামের মো.সায়েম বলেন, শিশুটি
বাড়ির উঠানে ছিল, কখন যেন পুকুরের দিকে গেল কেউ টের পায়নি। পরে শিশুটিকে
পুকুর থেকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। অপরদিকে,
মুহসিনাত মুনতাহা জাইফা বাড়ির উঠানে খেলছিল, পরে হঠাৎ করে ঘরের পাশে একটি
পুকুরে ডুবে যায়। পরে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এলাহাবাদ
ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, বেলা ১১ টার দিকে দেলোয়ারের বাড়ি
থেকে মাত্র ১৮ গজ দূরে একটি পুকুরে থেকে ভাসমান অবস্থায় ১৪ মাস বয়সী
মুহসিনাত মুনতাহা জাইফার মরদেহ উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার অফিসার
ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, পানিতে ডুবে দুই
শিশুর মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি, তবে এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ
দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
