কুমিল্লার ১১ সংসদীয় আসনের মধ্যে ৬টির সীমানা পুন:নির্ধারণ
কুমিল্লা
১১ টি সংসদীয় আসনের মধ্যে ৬টি আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে।
কুমিল্লা-৯ আসনের সদর দক্ষিণ উপজেলাকে যুক্ত করা হয়েছে কুমিল্লা ১১
চৌদ্দগ্রাম উপজেলা আসনের সাথে। কুমিল্লা ১০ লাকসাম আসন ভেঙ্গে মনোহরগঞ্জ
উপজেলা নিয়ে যাওয়া হয়েছে নাঙ্গলকোট উপজেলার সাথে- আর কুমিল্লা ৯ আসনের
লালমাই উপজেলাকে যুক্ত করা হয়েছে লাকসামের সাথে। অন্য দিকে কুমিল্লা-১ আসনে
দাউদকান্দি উপজেলার সাথে আবার যুক্ত হয়েছে মেঘনা উপজেলা আর কুমিল্লা-২
আসনে হোমনা উপজেলার সাথে গেছে তিতাস উপজেলা।
নির্বাচন কমিশনার (ইসি) মো.
আনোয়ারুল ইসলাম সরকার বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন
ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আনোয়ারুল ইসলাম সরকার
বলেন, সীমানা পুনঃনির্ধারণ আইন-২০২১ এর ৬ ধারায় বলা হয়েছে, সীমানা
নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি- এ
তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সীমানা নির্ধারণ করতে হবে। তবে আদমশুমারি
২০২২ অনুযায়ী, কিছু বিষয় আছে একটু অসামঞ্জস্যপূর্ণ। আমাদের কাছে আছে
হালনাগাদ ভোটার সংখ্যা। এছাড়া আমাদের ভোটার তালিকার ভিত্তিতে, ভোটার
সংখ্যার ভিত্তিতে কমিটি গড় আসনভিত্তিক ভোটার সংখ্যা নির্ধারণ করেছেন। সেটি
হলো ৪ লাখ ২০ হাজার সামথিং, অর্থাৎ ৩০০ আসনে গড় ভোটারের সংখ্যা হলো ৪ লাখ
২০ হাজার। ওনারা ভোটারের সংখ্যার ভিত্তিতে একটা গ্রেডিং করেছেন, সেটি হচ্ছে
সবচেয়ে বেশি ভোটার কোন জেলায় এবং সবচেয়ে কম ভোটার কোন জেলায়। কারিগরি
কমিটি ফাইন্ড আউট করেছে যে, সবচেয়ে বেশি ভোটার যে জেলায় সেখানে একটি আসন
ওনারা বাড়ানোর প্রস্তাব করেছে এবং সর্বনিম্ন ভোটার যে জেলায় সেখানে একটি
আসন কমানোর প্রস্তাব করেছে।
তিনি আরও বলেন, আমরা ৬৪ জেলার গড় ভোটার সংখ্যা নির্ধারণ করেছি ৪ লাখ ২০ হাজার।