জহির শান্ত: কুমিল্লা সদর উপজেলার রসুলপুর স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কুমিল্লার সদর রসুলপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাহিদ উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানানন, শনিবার বিকেল ৫টা ২৯ মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা সদর উপজেলার রসুলপুর স্টেশন এলাকায় এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার সময় পয়েন্টের মুখে ইঞ্জিনের ৮টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হলেও বগিগুলো লাইনে আছে, ফলে যাত্রীদের কোনো হতাহতের শংকা নেই।
তিনি বলেন, ইঞ্জিনের লাইনচ্যুত হওয়া চাকা উদ্ধারের জন্য রিলিফ ট্রেন খবর দেওয়া হয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে।