এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অর্জন করা মেধাবী শিক্ষার্থী অনামিকা দেবনাথসহ তিন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২০ জুলাই) উন্মুক্ত লাইব্রেরি কুমিল্লার সৌজন্যে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে কুমিল্লার জনপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজ কার্যালয়ে এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপরকণ উহার দেওয়া হয় এবং কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লার কাগজের উপ-সম্পাদক ও খবরের কাগজের জেলা প্রতিনিধি জহির শান্ত, কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার বশিরুল ইসলাম ও উন্মুক্ত লাইব্রেরি কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রভাষক মনোয়ার মজুমদার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, কেক কাটা ও শিক্ষা উপকরণ বিতরণের সাথে কো-স্পন্সার হিসেবে যুক্ত ছিলেন কান্দিরপার নিউ মার্কেট সংলগ্ন বিধিলিপি লাইব্রেরি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন কেকারি লয়েল পেস্ট্রি ও বাদুরতলায় অবস্থিত নকশা ইভেন্ট প্ল্যানার।
আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গরে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এধরনের শিক্ষা বিষয়ক আয়োজন আগামীর কুমিল্লা ও বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন অভিভাবক মণ্ডলী আমন্ত্রিত অতিথিগণ।