উৎসব
মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল অভয়চরণ নৃত্যাঙ্গনের অর্ধবার্ষিক
পরীক্ষা। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত
কুমিল্লা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের অডিটোরিয়ামে চলে এ আয়োজন।
পরীক্ষায় অংশ নেয় প্রায় ৫০ জন প্রতিযোগী। শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য,
আধুনিক নৃত্য এবং সমসাময়িক নৃত্যের আশ্রয়ে সজ্জিত ছিল এ আয়োজন। সর্বোপরি
অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায়।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন অভয়চরণ নৃত্যাঙ্গনের শিক্ষার্থীরা।
পরে নৃত্য শিল্পীরা বেলি, কদম, পদ্ম, জবা, গোলাপ, শাপলা শ্রেণীতে ভাগ হয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করে।
বিচারকের
দ্বায়িত্ব পালন করেন শান্ত মারিয়াম ইউনিভারসিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির
নৃত্যবিভাগের প্রভাষক কচি রহমান, কুমিল্লা শিশু একাডেমির নৃত্য পরিচালক
জাহিদুর রহমান মামুন, নৃত্য শিল্পী ও নৃত্যম নৃত্যকলা একাডেমি নৃত্য
পরিচালক শিশির দত্ত, অভয় চরণ নৃত্যাঙ্গনের নৃত্য প্রশিক্ষক পপি সূত্রধর।
সার্বিক
সহযোগীতায় ছিলেন অভয়চরণ নৃত্যাঙ্গনের উপদেষ্টা পিঙ্কু চন্দ ও অভয় চরণ
নৃত্যাঙ্গন সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ দাস। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায়
ছিলেন মম দাস।
সর্বশেষ প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিগণ।