নিজস্ব
প্রতিবেদক: ‘সবুজে সাজাই বাংলাদেশ’- এ স্লোগানে কুমিল্লায় প্রকৃতি ও জীবন
ক্লাবের উদ্যোগে এবং বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা
বিতরণ করা হয়েছে। ২৪ জুলাই বৃহস্পতিবার কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা
প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের
সহস্রাধিক ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়। কুমিল্লার প্রাচীন ও
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জিলা স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত
অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া এ আয়োজনে গাছের চাড়া পেয়ে আনন্দ প্রকাশ করেন
শিক্ষার্থীরা।
এ উপলক্ষ্যে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জিলা স্কুলের প্রধান শিক্ষিক আবদুল হাফিজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। আমন্ত্রিত
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের
সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব
জামিল আহমেদ খন্দকার, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এবং সুশাসনের জন্য
নাগরিক-সুজনের কুমিল্লা জেলা কমিটির সভাপতি আলহাজ¦ শাহ মোঃ আলমগীর খান,
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, অধ্যাপক শাহীন শাহ্, সাংস্কৃতিক
ব্যক্তিত্ব ঠাকুর জিয়াউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড কুমিল্লা রিজিওনের সিনিয়র জোনাল ম্যানেজার কামরুজ্জামান মিঠু।