শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২
প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ২:০৮ এএম আপডেট: ২৫.০৭.২০২৫ ২:২১ এএম |



 প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে  কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণনিজস্ব প্রতিবেদক: ‘সবুজে সাজাই বাংলাদেশ’- এ স্লোগানে কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৪ জুলাই বৃহস্পতিবার কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের সহস্রাধিক ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়। কুমিল্লার প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জিলা স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া এ আয়োজনে গাছের চাড়া পেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
এ উপলক্ষ্যে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিলা স্কুলের প্রধান শিক্ষিক আবদুল হাফিজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামিল আহমেদ খন্দকার, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এবং সুশাসনের জন্য নাগরিক-সুজনের কুমিল্লা জেলা কমিটির সভাপতি আলহাজ¦ শাহ মোঃ আলমগীর খান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, অধ্যাপক শাহীন শাহ্, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঠাকুর জিয়াউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড কুমিল্লা রিজিওনের সিনিয়র জোনাল ম্যানেজার কামরুজ্জামান মিঠু। 

সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম হৃদয়।
 প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে  কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব কুমিল্লার সদস্য সাংবাদিক জহির শান্ত।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে বাংলাদেশকে সবুজে সাজিয়ে তুলতে হবে। আর এ লক্ষ্যে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাব যে কর্মসূচি হাতে নিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। কুমিল্লায় প্রতিবছরই তারা একাধিকবার গাছের চারা বিতরণ কর্মসূচি আয়োজন করে থাকে। দেশব্যাপি তাদের এ কর্মসূচি বাস্তবায়িত হলে একদিন সবুজে সেজে উঠবে বাংলাদেশ। প্রাণ ফিরে পাবে আমাদের প্রকৃতি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা তুলে নেয়। পরে বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন অতিথিগণ।
এদিকে গাছের চারা পেয়ে অভিব্যক্তি প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, প্রকৃতিকে সবুজে সাজাতে আমরা বেশি বেশি করে গাছের চারা রোপণ করবো এবং অন্যদেরকেও উৎসাহিত করবো। তারা প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার গৌরীপুরে ২৩ মামলার আসামি মামুনকে কুপিয়ে হত্যা
সরকার পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট করছে: ভিপি নুর
কুমিল্লার বিভিন্ন আসনেগণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা
কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিং মল এর পাইলিং কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত
ঝোপের ভিতরে যুবকের মরদেহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার গৌরীপুরে ২৩ মামলার আসামি মামুনকে কুপিয়ে হত্যা
তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী
বাঁচানো গেল না মাহাতাবকে
সাংবাদিকদের সুরক্ষার দাবিতে ইউরো-বাংলা প্রেসক্লাবে ফ্রান্সের ৭ দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভা
প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২