শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২
পরিবহন সঙ্কটে কুমিল্লা থেকে ঢাকায় ফিরতে চরম ভোগান্তি
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ১:২৯ এএম |



 পরিবহন সঙ্কটে কুমিল্লা থেকে ঢাকায় ফিরতে চরম ভোগান্তিকুমিল্লা প্রতিনিধি।। ঈদুল আজহার লম্বা ছুটির পর কুমিল্লা থেকে মানুষ ছুটছেন ঢাকায়। ঢাকা থেকে আবার দূর পাল্লার গন্তব্যে যাবেন অনেকেই। ছুটির শেষ মুহূর্তে এসে কুমিল্লার সব টার্মিনালে দেখা দিয়েছে যাত্রীবাহী বাসের সংকট। কাঙ্খিত যানবাহন না পাওয়ায় ঘন্টার পর ঘন্টা বাসস্ট্যান্ডে কিংবা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ভোগান্তিতে যাত্রীরা । শুধু কুমিল্লা শহর নয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গালিয়া ও শাসনগাছা বাস টার্মিনাল, পদুয়ার, বাজার বিশ্বরোড, আলেখারচর বিশ্বরোড ও ক্যান্টনমেন্ট এলাকায় দেখা গেছে এমন চিত্র । কেউ কেউ তিন থেকে চার ঘন্টা আগে বাসের টিকেট করে ও বাস পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। কাউন্টার কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটি শেষ দিন হওয়ায় ঢাকাগামী যাত্রী বেশি। একই সাথে অনেকেই কুমিল্লা ছাড়তে যাওয়ায় এই ধরনের চাপ পড়েছে। এছাড়া মহাসড়কের কোথাও কোথাও যানজট এবং জটলা থাকায় যাত্রীবাহী বাসের সঙ্কট দেখা দিয়েছে। শনিবার বিকেলে এই সঙ্কট আরো প্রকট হয়ে উঠেছে। 
১৪ জুন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার শাসনগাছা , জাঙ্গালিয়া ও ক্যান্টনমেন্ট বাস কাউন্টার এলাকা ঘুরে দেখা যায় , ঈদুল আযহার দীর্ঘ ৯ দিনের ছুটির পর বিভিন্ন পেশাজীবী মানুষ ছুটছেন ঢাকার উদ্দেশ্যে । যাত্রীদের চাহিদার তুলনায় পর্যাপ্ত বাস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা ।
 ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বাস পাচ্ছেন না যাত্রীরা । নোয়াখালী , চট্টগ্রাম , চাঁদপুর ও লক্ষ্মীপুর থেকে যে সকল বাস ছেড়ে আসছে সেগুলোও পরিপূর্ণ । 
কুমিল্লা থেকে গার্মেন্টস কর্মী আব্দুল হাকিম ঢাকায় যাবেন । অপেক্ষা করছেন আলেখারচর বিশ্বরোড এলাকায় । তিনি জানান, ১ ঘন্টা যাবৎ বাসের জন্য অপেক্ষা করছি । কিন্তু বাস পাচ্ছি না । আগামীকাল অফিস খোলা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম । এখন ঢাকায় ফেরার পথে চরম ভোগান্তি । এর মধ্যে আবার তীব্র গরমে অসহ্য লাগছে । 
ঢাকায় ব্যবসা করেন মোহাম্মদ আক্তার হোসেন । পরিবারের সদস্যদের নিয়ে আলেখারচর বিশ্বরোড এলাকায় অপেক্ষা করছেন এক ঘন্টা যাবৎ । বাস না পেয়ে বলেন, আগামীকাল অফিস আদালত খোলা । এজন্য ঢাকামুখী যাত্রীর চাপ । বাস পাচ্ছিনা অন্য কোন মাধ্যমেও পাচ্ছিনা । কখন ঢাকা যেতে পারবো বলতে পারছিনা । তীব্র গরমে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে । 
কুমিল্লা থেকে টঙ্গীগামী যাত্রী দিদারুল ইসলাম বলেন, বিকেল সাড়ে চারটায় এসে সন্ধ্যা সাড়ে সাতটার টিকেট পেয়েছি। টিকেটে ৫০ টাকা বেশিও রেখেছে। অনেক মানুষ লাইন ধরেও টিকিট পায়নি। 
কুমিল্লা এশিয়া লাইনের বাস চালক রফিকুল ইসলাম জানান, কুমিল্লায় যাত্রীর চাপ প্রচন্ড পরিমাণে । আমরা ঢাকা থেকে খালি আসছি কুমিল্লার যাত্রীদের ঢাকা পৌঁছানোর জন্য । তারপরও যাত্রীর চাপ কমছে না । লম্বা ছুটি শেষে আগামীকাল অফিস খোলা । এজন্যই সবাই ঢাকার দিকে ছুটছেন । সন্ধ্যার মধ্যে হয়তোবা কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি । 
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খায়রুল আলম বলেন, দীর্ঘ ছুটির পর হঠাৎ করে মানুষ এক যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে । যার কারণে বাসের সংকট । সন্ধ্যার মধ্যেই এই সমস্যাটা কেটে যাবে । দাউদকান্দি টোল প্লাজা সবগুলো পয়েন্টে টোল আদায় করছে । মহাসড়কে এই মুহূর্তে কোন যানজট নেই ।















সর্বশেষ সংবাদ
‘মেধাবীরা মানবিকে পড়তে চায় না’!
কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ-৫
বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি, ভাসছে কৃষকের ফসল
শতভাগ পাস মাত্র ২২টি প্রতিষ্ঠানে
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা
এসএসসিতে কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০
কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র
মনোহরগঞ্জে লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন
বিয়ের ৩৬ দিনে মাথায় প্রবাসীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২