চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন(১৫) নামের এক
কিশোর নিহত হয়েছেন। তিনি চিওড়া ইউনিয়ন দিনাতপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি
নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক উপ-পরিদর্শক চন্দন
কান্তি দাশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
ঢাকামুখী লেনে বুধবার সকালে সড়ক পারাপারের সময় বাঁচাতে গিয়ে
পিকআপ(ঢাকামেট্রো-ন-২১-৫৬৯৫) উল্টে কিশোর মনির হোসেনের উপর পড়ে। এতে
ঘটনাস্থলেই কিশোর মনির হোসেন নিহত হন।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন কান্তি দাশ বলেন, ‘আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে’।