নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার মহানগরীর একটি মাদরাসা থেকে ১৩ বছর বয়সী এক
শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত শুক্রবার (২৩ জানুয়ারি ) বিকেল আনুমানিক ৩টার
দিকে কুমিল্লা নগরীর রাণীরবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীর
নাম কামরুল হাসান মেহেদী। তিনি চৌদ্দগ্রাম উপজেলার তেলিহাতি, কাদৈর বাজার,
শুভপুর এলাকার বাসিন্দা আব্দুল হালিম ও কুলসুম আক্তারে পুত্র।
জানা
যায়, কুমিল্লা মহানগরীর রানীর বাজারে অবস্থিত জামিয়া রশীদিয়া আযীযুল উলূম
মাদরাসা ও এতিমখানা থেকে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বের হয়ে যায় কামরুল
হাসান মেহেদী। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায়
খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ কামরুল হাসান
মেহেদীর উচ্চতা প্রায় ৪ ফুট ১০ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা।
নিখোঁজের সময় তার পরনে ছিল পাঞ্জাবি ও পায়জামা। এ ঘটনায় পরিবারের পক্ষ
থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি নম্বর ১৭৫৫, তারিখ ২৫/০১/২০২৬। কামরুল হাসান মেহেদীর সন্ধান পেলে অথবা
তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের ঠিকানা ও নম্বরে যোগাযোগ করার
জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা। যোগাযোগ: কুলসুম আক্তার
(মা), তেলিহাতি, কাদৈর বাজার, শুভপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা-০১৬১২-২১৪৭৮।
