জাতীয়
সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে
শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়
নিউমার্কেটের পঞ্চম তলায় পেশাজীবী সাংবাদিক সোসাইটির কার্যালয়ে এই
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা কমিটির
সভাপতি তরিকুল ইসলাম তরুণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল
রানা মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়
সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি।
বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব মেহেদী হাসান। এছাড়াও
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক
সাংবাদিক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান, এডভোকেট
মনির হোসেন সায়েমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি
হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত
অতিথিরা।
শীতবস্ত্র বিতরণ শেষে এক সংক্ষিপ্ত চা-চক্রের মাধ্যমে প্রানবন্ত পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
