নিজস্ব
প্রতিবেদক।। ব্যাপক উৎসাহউদ্দীপনা আর নানাহ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে
সারাদেশের ন্যায় কুমিল্লায়ও উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম
ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে
ওঠে জেলার বিভিন্ন পূজামণ্ডপ।
জানা যায়- শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ
মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা
করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী,
মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর
আরাধনা করে থাকেন। তারই ধারাবাহিকতায় এ বছর ২২ জানুয়ারি বৃহস্পতিবার
দিবাগত-রাত ২টা ০৭মিনিট ৪৮ সেকেন্ড গতে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয় আর
শেষ হয় পরদিন শুক্রবার দিবাগত-রাত ১২টা ৫৭মিনিট ৩৬ সেকেন্ডে। এ সময়ের
মধ্যেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। "সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে - এই মন্ত্রে তিনবার মায়ের
রাতুলচরণে পুষ্পাঞ্জলি দেন জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে
পড়ুয়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। পুষ্পাঞ্জলি শেষে ভক্ত-শ্রোতার
প্রসাদ বিতরণ করা হয়।
এদিন শিশুকে নতুন জামাকাপড় পরিয়ে ব্রাহ্মণ, মাতুল
বা পিতা-মাতা হাতেখড়ি ধরিয়ে প্রথম তাকে শ্লেটে লিখতে শেখানো হয়। এ
আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে তাদের শিক্ষাজীবনের সূচনা হল।
