চৌদ্দগ্রাম
প্রতিনিধি: ‘দুঃখীর চোখে ঝরবে না জল, পাশে থাকবে মমতার আঁচল’ এই
প্রতিপাদ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও দুস্থ,
অসহায়, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মমতার আঁচল
ফাউন্ডেশন। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের আলহাজ্ব নূর
মিয়া ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট
ব্যবসায়ী ও সমাজ সেবক মো: শাহ আলম খোকন। ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান
নির্বাহী আয়েশা আক্তার এর সভাপতিত্বে ও মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ের
সহকারী শিক্ষিকা মেহেরুন্নেছা শিখার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সায়ীদ আবদুল মালিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষিকা নাজমা আক্তার, ফাউন্ডেশনের সেক্রেটারি
জয়নাল আবেদিন জয়, ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মাও:
মফিজুর রহমান, মাও: নূর আহম্মেদ মজুমদার, মো: রুবেল আহমেদ, করপাটি মনির
উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম, নানকরা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমীর হোসেন, পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের
সহকারী শিক্ষক আবুল কালাম। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা জাফর
আহম্মেদ।
