নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা-৬ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের
চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল চৌধুরী বলেছেন, কালকে আমরা মিলে গেছি। এখন
কারো বিরুদ্ধে কোনো কথা বলে লাভ নাই। আসেন সবাই মিলে কুমিল্লাকে বাঁচাই।
কুমিল্লাকে বাঁচালে দেশ বাঁচবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন মরণফাঁদে পরিণত
হয়েছে।
কুমিল্লা–৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হক
চৌধুরী গতকাল ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক
কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
তিনি কুমিল্লা শাসনগাছা মহাজন বাড়ির মসজিদে
জুমার নামাজ আদায় শেষে জানাজা ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। পরে ২৫ নং
ওয়ার্ডের তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৭ নং ওয়ার্ড সুজানগর বকশী
হুজুরের মসজিদে মাগরিবের নামাজ এবং ১৩ নং ওয়ার্ডে সাবেক কমিশনার আবদুছ
সালাম মাসুক সাহেবের বাড়ির পাশের মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়ায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)সহ মহানগর ও
ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
