বুড়িচংপ্রতিনিধি।। কুমিল্লার বুড়িচংয়ে শীতার্ত অসহায়,হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিল আলোকিত যুব উন্নয়ন সংস্থা।
১৭
জানুয়ারি শনিবার বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর
পশ্চিমপাড়া হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ:) মাজার , খানকা শরীফ ও
জামে মসজিদের সামনে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা
হয়েছে।
আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বুড়িচং প্রেস
ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের
সভাপতিত্বে ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের তরুণ আইনজীবী
এডভোকেট মোঃ জাফর আলীর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম
জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ ইকরাম উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
বিশেষ
অতিথি ছিলেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
মোঃ জামাল হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কাজী মোঃ খোরশেদ
আলম।
বক্তব্য রাখেন আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের অধ্যক্ষ মাওলানা মোঃ
মিজানুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক আক্কাস আল মাহমুদ হৃদয়,
বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খান প্রমুখ।
অন্যান্যদের মধ্য
উপস্থিত ছিলেন আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম জামে মসজিদের সভাপতি বাবুল
মিয়া, বুড়িচং প্রেস ক্লাবের ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ, বাকশীমূল
ইউনিয়ন বিএনপির সদস্য কাজী মোঃ জাকির হোসেন, আলোকিত যুব উন্নয়ন সংস্থার
সদস্য ডাঃ ফৌজিয়া রিজনা, সদস্য মোসা: সেলিনা আক্তার, মোঃ আব্দুল আজিজ ও মোঃ
সুলতান।
অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম জাবির এর আম্মা মরহুমা জহুরা
খাতুন,মামা ফকির আব্দুস সালাম (রহ:) সহ দাদা-দাদী ও নানা- নানীর জন্য বিশেষ
দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ মিজানুর রহমান।
