সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, রাজনৈতিক দ্বিধা বিভক্তি ভুলে একই ফ্রেমে দেখা গেছে কুমিল্লা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং একই আসনের অপর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উরর রশিদ ইয়াছিনকে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তের পর গতকাল শনিবার রাতে সদরের বিএনপি'র প্রার্থী মনিরুল হক চৌধুরীর সাথে বৈঠকে মিলিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন।
শনিবার দিবাগত সাড়ে ৯টার দিকে হাজী ইয়াছিনের ফ্যাক্টরি আরকু'তে কুমিল্লার রাজনীতিতে বর্তমানে আলোচিত এ দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার রাতে মনিরুল হক চৌধুরী এবং হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মধ্যকার এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টার দিকে হাজী ইয়াছিন ও তার সাথে থাকা অন্য তিনজন আরকুতে তাঁর কার্যালয়ে বসেন। এরপর রাত সোয়া ৯টার দিকে আরকু ফ্যাক্টরিতে প্রবেশ করেন মনিরুল হক চৌধুরী। তবে এসময় তার সাথে দলীয় কোনো নেতা ছিলেন না। সাড়ে ৯টার দিকে শুরু হয় বৈঠক। এরপর নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়।
কুমিল্লার এ দুই নেতার বৈঠকের বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, সদর আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং হাজী আমিন উর রশিদ ইয়াছিন সাহেবের বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দলীয় সাংগঠনিক কাঠামো নিয়ে বেশ খোলামেলা আলোচনা হয়েছে। সর্বোপরি আমরা একটি বিষয়ে একমত হয়েছি- আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে একসাথে কাজ করতে হবে। আজকের পর থেকে হাজী ইয়াছিন এবং মনিরুল হক চৌধুরীর সমর্থকদের মধ্যে আর কোনো দ্বিধাবিভক্তি থাকবে না। সবাই এক সাথে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী আমিন উর রশিদ ইয়াছিন সাহেব কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন ৬টি সংসদীয় আসনের সমন্বয়ক। সে সিদ্ধান্ত মোতাকে তিনি সদর আসনেরও সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
এসময় মনিরুল হক চৌধুরী প্রত্যাশা ব্যক্ত করেন, অন্যান্য আসনগুলোর মতো কুমিল্লা সদর আসনেও হাজী আমিন উর রশিদ ইয়াছিন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী কার্যক্রমও দলীয় সাংগঠনিক কাঠামো অনুযায়ী পরিচালিত হবে।
এদিকে রবিবার দুপুরে হাজী ইয়াছিনের সংবাদ সম্মেলনের কথা রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি তার সমর্থকদেরকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দিবেন এবং প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়ে ব্রিফ করবেন।
