নিজস্ব
প্রতিবেদক।। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিল ও প্রার্থিতার বিরুদ্ধে
আপিল শুনানির অষ্টম দিনে কুমিল্লার চার হেভিওয়েট প্রার্থীর আপিল শুনানি
অনুষ্ঠিত হয়েছে। এদিনের শুনানিতে হলফনামায় তথ্য গোপন ও ঋণ খেলাপির অভিযোগে
কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান
মুন্সীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।
শনিবার (১৭ জানুয়ারি)
কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল
হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের বিএনপির মনোনীত প্রার্থী
মঞ্জুরুল আহসান মুন্সী, একই আসনের এনসিপির মনোনীত প্রার্থী আবুল হাসনাত
(হাসনাত আব্দুল্লাহ) এবং কুমিল্লা-৬ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী
আমিনুর রশিদ ইয়াছিনের প্রার্থিতার বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি হয়।
শুনানি শেষে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপির বিদ্রোহী
স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিনের প্রার্থিতার বিরুদ্ধে করা
আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। একই দিনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের
বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতার
বিরুদ্ধে আপিল শুনানি অনুষ্ঠিত হলেও এ বিষয়ে রায় আজ রবিবার পর্যন্ত মুলতবি
রাখা হয়।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে
জানা যায়, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক বাছাইয়ে এসব
প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও পরবর্তীতে তাদের প্রতিদ্বন্দ্বী
প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। এর মধ্যে কুমিল্লা-৩ মুরাদনগর
আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল বিএনপির প্রার্থী
কায়কোবাদের বিরুদ্ধে আপিল করেন, কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে এনসিপির
প্রার্থী আবুল হাসনাত বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে
আপিল দায়ের করেন এবং পরবর্তীতে মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আব্দুল্লাহর
প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেন। এছাড়া কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির মনোনীত
প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে বিএনপি নেতা সাইফুল ইসলাম বিদ্রোহী
স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিনের প্রার্থিতার বিরুদ্ধে আপিল
দায়ের করেন।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ
হাবিবুর রহমান জানান, একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একে অপরের
বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে হাসনাত আব্দুল্লাহর করা আপিল গ্রহণ করে
নির্বাচন কমিশন এবং হলফনামায় তথ্য গোপন ও ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত
হওয়ায় মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। অপরদিকে
হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সীর করা আপিল
নামঞ্জুর করা হয়। একই সঙ্গে হাজী আমিনুর রশিদ ইয়াছিনের প্রার্থিতার
বিরুদ্ধে দায়ের করা আপিলও নামঞ্জুর ঘোষণা করে নির্বাচন কমিশন এবং কাজী শাহ
মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতার বিরুদ্ধে আপিলের চূড়ান্ত রায়
পরবর্তী দিনে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
