কুমিল্লার চান্দিনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান হয়। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে ওই দোয়ানুষ্ঠান আয়োজন করে মুরাদপুর গ্রামের জাতীয়তাবাদী প্রবাসীবৃন্দ।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন। এসময় কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা বিএনপি’র প্রয়াত সভাপতি মো. খোরশেদ আলম এর আত্মার মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। এছাড়া দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
এতে মাধাইয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি অলি উল্লাহ কোম্পানীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. এরশাদুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা যুবদল এর সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, উপজেলা ছাত্রদল সভাপতি শরীফ খাঁন, স্বেচ্ছাসেবক দল ওমান শাখার সভাপতি মো. জাহাঙ্গীর খাঁন, মাধাইয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক প্রধান, বিএনপি নেতা হাজী আবুল হোসেন প্রধান, মুজাফফর মেম্বার, আবদুস ছাত্তার, ধনু মিয়া মেম্বার, যুবদল নেতা লেয়াকত আলী, ছাত্রদল নেতা শাহজালাল প্রমুখ।
